• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'রেফারির সাহায্যে নয়, গোল করেই সেমিতে উঠেছে মাদ্রিদ'

    'রেফারির সাহায্যে নয়, গোল করেই সেমিতে উঠেছে মাদ্রিদ'    

    শ্বাসরুদ্ধকর এক ম্যাচে বায়ার্ন মিউনিখকে হারিয়ে টানা সপ্তমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিতে উঠেছে মাদ্রিদ। তবে এই ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। ম্যাচ শেষ মাদ্রিদ কোচ জিদান বলেছেন, ভাগ্যের জোরে নয়, গোল করার সুবাদেই সেমিতে উঠেছে তাঁর দল।

    ভিদালের লাল কার্ড, রোনালদোর গোল অফসাইড কি না- ম্যাচ শেষে উঠেছে নানা প্রশ্ন। জিদান জানালেন, রেফারির ‘সাহায্যে’ নয়, ভালো খেলার সুবাদেই জয় পেয়েছেন , “ভিদালের লাল কার্ড কিংবা অফ সাইডে গোল; এসব আমাদের জয় পাইয়ে দেয়নি। দুই লেগ মিলিয়ে করা ৬ গোলের কারণেই সেমিতে উঠেছি। ফুটবলে ‘ভাগ্য’ বলে কিছু নেই। আমরা ভালো খেলেছি, তাই জিতেছি!”

     

    জিদান মনে করেন, এরকম হাই ভোল্টেজ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করাটা কঠিন কাজ, “রেফারির কাজ এমনিও অনেক কঠিন। এরকম ম্যাচে সেটা কয়েকগুণ বেড়ে যায়। বায়ার্নের দ্বিতীয় গোলটাও তো মনে হয় অফ সাইড ছিল! এটাই ফুটবল।”