পিকেকে পিএসজির ম্যাচে তাকাতে বললেন রামোস
ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে দারুণ এক জয়ে সেমিতে পৌঁছে গেছে মাদ্রিদ। তবে এই ম্যাচেও লেগেছে বিতর্ক আঁচ। বিশেষ করে, রোনালদোর যে অফসাইড গোল নিয়ে এতো আলোচনা, সেটি হওয়ার সাথে সাথেই নিজের হতাশা জানিয়েছে টুইট করেছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। ম্যাচ শেষে তাই খানিকটা খোঁচা মেরেই মাদ্রিদ অধিনায়ক রামোস বলেছেন, রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলার আগে পিকের উচিত হবে পিএসজির ম্যাচের দিকে তাকানো।
দ্বিতীয় রাউন্ডের বার্সেলোনা-পিএসজি ম্যাচেও বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। কাল ম্যাচের ১০৫ মিনিটে মার্সেলোর পাসে গোল করেন রোনালদো। কিন্তু রিপ্লেতে দেখা গেছে, অফসাইডে ছিলেন রোনালদো। রেফারির সিদ্ধান্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের পক্ষে যাওয়ায় হতাশায় 'বাকরুদ্ধ' হয়ে টুইট করেছিলেন পিকেও। রামোস মনে করেন, মাদ্রিদের ম্যাচ নিয়ে কিছু বলা পিকেকে মানায় না, “তাঁর উচিত পেছনে ফিরে গিয়ে পিএসজির বিপক্ষে ম্যাচের কথা ভাবা। তখনো কি সে রেফারির ব্যাপারে এরকম ভাববে? ওই ম্যাচেও অনেক বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। দেখা যাক জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে কী হয়!”
...
— Gerard Piqué (@3gerardpique) April 18, 2017
অনেকেই বলছেন, চ্যাম্পিয়নস লিগে ‘ভিডিও রিভিউ পদ্ধতি’ প্রচলন করা সময়ে দাবি। গত কয়েক মাসে এই পদ্ধতির সুবাদে রেফারির অনেক ভুলই শোধরানো গেছে। রামোসও এই পদ্ধতির পক্ষেই আছেন, “আমিও রিভিউ পদ্ধতির পক্ষে। তবে যতদিন এটা না আসে ততদিন রেফারির সিদ্ধান্তকেই মেনে নিতে হবে।”