• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'রেফারি বায়ার্নের সাথে ডাকাতি করেছে'

    'রেফারি বায়ার্নের সাথে ডাকাতি করেছে'    

    পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন। ৮৪ মিনিটে রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বায়ার্ন মিডফিল্ডার ভিদালকে। অতিরিক্ত সময়ে আরও কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তে সেমিতে ওঠার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে কার্লো আনচেলত্তির দলের। ম্যাচ শেষে ভিদাল বলেছেন, রেফারি রীতিমত ‘ডাকাতি’ করেছেন!

     

    ম্যাচে তখন ২-১ গোলে এগিয়ে বায়ার্ন। ৮৪ মিনিটে অ্যাসেন্সিওকে চমৎকার ট্যাকেল করে বল কেড়ে নিলেও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভিদালকে। মাঠের বাইরে বসে আরও দুটি বিতর্কিত সিদ্ধান্তে দলের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না, “যখন বড় দুই দল মুখোমুখি হচ্ছে, তখন এরকম ‘ডাকাতি’ মেনে নেওয়া যায় না। এটা পরিষ্কার ডাকাতি ছিল! রেফারিই আমাদের টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে।”

     

     

    ভিদালের সতীর্থ থিয়াগো রেফারিংয়ের মান নিয়েও প্রশ্ন তুলেছেন, “রেফারি যে ভুল করেছেন সেটা চ্যাম্পিয়নস লিগের মানের সাথে যায় না। রামোসসহ সবাই ভিডিও রিভিউয়ের কথা বলছে, কিন্তু সেখানেও আসলে দক্ষ রেফারি থাকতে হবে।”

     

     

    এদিকে বায়ার্ন কোচ কার্লো আনচেলত্তি রেফারির এরকম সিদ্ধান্তে হতাশই হয়েছেন, “ আমি সাধারণত রেফারিদের নিয়ে কথা বলি না। শুধু এটুকুই বলবো, আজ হয়তো রেফারির খারাপ দিন গেছে। ম্যাচ শেষে তাঁদের বলছি,  “ভালো করেছেন”।