• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    পুলিশ এসে সরিয়েছে ক্ষুব্ধ ভিদালদের

    পুলিশ এসে সরিয়েছে ক্ষুব্ধ ভিদালদের    

    ক্ষোভটা তাঁরা চেপে রাখেননি কেউই। আরতুরো ভিদাল তো সরাসরিই বলেছেন, বায়ার্নকে ‘ডাকাতি’ করে হারিয়ে দেওয়া হয়েছে। অসন্তুষ্টি জানিয়েছেন বায়ার্ন কোচ আনচেলত্তি ও ক্লাব সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনিগে। কিন্তু ম্যাচ শেষ একটু বাড়াবাড়িই করে ফেলেছেন ভিদাল, লেভানডফস্কি ও থিয়াগো। রেফারির কক্ষে গিয়েই তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে নিরস্ত হতে হয়েছে তাদের।

    হাঙ্গেরিয়ান রেফারি ভিক্টর কাসাইয়ের কিছু সিদ্ধান্তে কাল রাত থেকেই পাদপ্রদীপ তাঁর ওপর। কিন্তু ভিদালরা ক্ষোভ জানানোর জন্য একটু বেশিই দূর গিয়েছিলেন। রেফারি কাসাইয়ের কক্ষের সামনে এসে তিনজন নিজেদের ক্ষোভ জানাতে থাকেন। স্প্যানিশ পুলিশ আসার পর শেষ পর্যন্ত সরে যেতে হয় তাঁদের। তবে এই ঘটনার পর এই তিন জনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটা জানা যায়নি।