• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বার্সাকে হতাশ করে শেষ চারে জুভেন্টাস

    বার্সাকে হতাশ করে শেষ চারে জুভেন্টাস    

    ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লুইস এনরিকে স্বীকার করেছিলেন, কাজটা সহজ হবে না একেবারেই। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে শেষ আট ম্যাচের প্রতিটিতে অন্তত তিনবার লক্ষ্যভেদ করেছিল কাতালানরা। জুভেন্টাসকে টপকে সেমিতে যেতে হলে চার গোলের ব্যবধানে জেতা লাগতো মেসিদের, যেখানে চলতি ইউসিএল মৌসুমে তুরিনের বুড়িরা গোল হজমই করেছে মাত্র দুটি! সব জল্পনা-কল্পনার ইতি টেনে শেষমেশ জয় হল জুভেন্টাসেরই। ইস্পাতদৃঢ় রক্ষণের জোরে বুফনরা রুখে বার্সার আরেকটি মহাকাব্যিক প্রত্যাবর্তন। ক্যাম্প ন্যুতে বার্সা-জুভেন্টাসের দ্বিতীয় লেগের ম্যাচটি শেষ হয়েছে গোলশুন্য ড্রয়ে। প্রথম লেগে ৩-০ গোলের জয়ের বদান্যতায় সেমিফাইনালে চলে গেল ইতালির চ্যাম্পিয়নরা। গত মৌসুমের পর আবারো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল বার্সা।

    গোলশুন্য ড্রয়ে দ্বিতীয় লেগ শেষ হলেও রীতিমত পাল্লা দিয়ে গোলের সুযোগ তৈরি করেছিল উভয় দলই। ২১ মিনিটে ডিবক্সে জায়গা পেয়েও বল বাইরে মারেন মেসি। প্রথম লেগের নায়ক দিবালাকে বেশ ভালোমতই বোতলবন্দী করে রেখেছিলেন পিকেরা। দ্বিতীয়ার্ধে গোলপোস্ট ফাঁকা পেয়েও মেসির মিসে আর ম্যাচে ফেরা হয়নি বার্সার। যেই এমএসএন-কে নিয়ে ভয় ছিল অ্যালেগ্রির শিষ্যদের, তাদের কেউই জ্বলে উঠতে পারেননি দলের প্রয়োজনে। গোলের সুযোগ তৈরি করলেও বুফনকে একবারও কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি এনরিকের দল। ওদিকে প্রতি আক্রমণে ভয়ঙ্কর মনে হলেও বার্সার মত জুভেন্টাসও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বর্ণীল এক ক্যারিয়ারে এখন পর্যন্ত বুফনের বিপক্ষে গোল করতে পারেননি মেসি। শেষ চার ইউসিএল মৌসুমের তিনটিতেই কোয়ার্টার থেকেই বিদায় নিল বার্সা। এনরিকের অধীনে চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম হোম ম্যাচ জিততে ব্যর্থ হল কাতালানরা। চলতি মৌসুমে অপরাজিত থেকেই সেমিতে চলে গেল জুভেন্টাস। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে নয় ঘন্টায় কোনো বল ঢোকেনি জুভেন্টাসের জালে।

    অন্য খেলায় ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে (৬-৩ অ্যাসগ্রিগ্রেট) সেমির টিকেট পেল মোনাকো। ২০১০-এ লিওনের পর এবারই কোনো ফরাসী দল জায়গা করে নিল শেষ চারে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের নিওন শহরে ইউয়েফার সদর দপ্তরে বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ১৬-১৭ চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের সেমি ফাইনালের ড্র। ড্র সরাসরি সম্প্রচার করবে টেন ২।