• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'আমাদের গোল করা উচিত ছিল'

    'আমাদের গোল করা উচিত ছিল'    

    ম্যাচের আগে বলেছিলেন, একটা গোল করতে পারলে পরবর্তীতে এমনিতেই কয়েকটি গোল পাবে বার্সেলোনা। তবে জুভেন্টাসের বিপক্ষে গোলশূন্যভাবে ম্যাচ শেষ হওয়ায় আবারো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো লুইস এনরিকের দলকে। ম্যাচ শেষে কাতালান কোচ বলেছেন, এই ম্যাচে বার্সার গোল করা উচিত ছিল।

    প্রথম লেগে ৩-০ গোলের পরাজয়ের পর ন্যু ক্যাম্পে পিএসজির ম্যাচের মত আবারো নাটকীয় প্রত্যাবর্তনের আশায় ছিল বার্সা। গোলের সুযোগ তৈরি করেও দলকে ম্যাচে ফেরাতে পারেননি মেসি। এনরিকে মানছেন, সুযোগ হাতছাড়া করার মাশুলই দিতে হয়েছে দলকে, “জুভেন্টাসের বিপক্ষে বেশ কয়েকটি ভাল সুযোগ তৈরি করেছিলাম আমরা। কিন্তু গোলের দেখা পাইনি। আমাদের গোল করা উচিত ছিল। শটস অন টার্গেটও অনেক কম ছিল এই ম্যাচে। এরকম হলে জয় পাওয়াটা কষ্টকর।”

     

    এনরিকে মনে করেন প্রথম লেগের ওই বড় পরাজয়টাই পার্থক্য গড়ে দিয়েছে, “ তুরিনে আমরা স্বাভাবিকের চেয়ে অনেক খারাপ খেলেছি। এই পর্যায়ে এসে এরকম খেললে সেটার মাশুল দিতেই হবে। জুভেন্টাস যোগ্য দল হিসেবেই সেমিতে গেছে। তাঁরা জানে কীভাবে ডিফেন্ড করতে হয়। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি।”