• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়াল-অ্যাটলেটিকোর দেখা সেমিফাইনালেই

    রিয়াল-অ্যাটলেটিকোর দেখা সেমিফাইনালেই    

    গত তিন বছরের সর্বশেষ দুই বার দুই দলের দেখা হয়েছিল ফাইনালে। আর একবার দেখা হয়েছে কোয়ার্টার ফাইনালে। কিন্তু নিয়তি এবার সেমিফাইনালেই মুখোমুখি দাঁড় করিয়ে দিল তাঁদের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সব মিলে চার বার নক আউট পর্বে দেখা হয়েছে এই দুই দলের, চার বারই রিয়াল হেসেছে শেষ হাসি। ২ মে বার্নাব্যুতে হবে প্রথম লেগ, ১০ মে ভিসেন্তে ক্যালদেরনে হবে দ্বিতীয় লেগ। 

     অন্য সেমিফাইনালে জুভেন্টাসের মুখোমুখি মোনাকো। এর আগে ১৯৯৮ ও ২০১৫ সালে দুই বার কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছে দুই দলের। দুই বারই জুভেন্টাসই জয় পেয়েছে। ৩ মে মোনাকোর মাঠে হবে প্রথম ম্যাচ, ৯ মে দ্বিতীয় ম্যাচ হবে জুভেন্টাসের মাঠে।