শেয়ারবাজারে লাভের জন্যই ডর্টমুন্ডের বাসে হামলা?
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচের আগে বরুশিয়া ডর্টমুন্ডের বাসে বোমা বিস্ফোরণে হতবাক হয়েছিল পুরো ফুটবল বিশ্ব। ঘটনার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই হামলার জন্য কারা দায়ী, সেটা নিয়ে কম গবেষণা হয়নি। তবে গতকাল পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে অবাক করা তথ্য। হামলার দায়ে গ্রেফতার হওয়া যুবক নাকি শেয়ারবাজারে লাভ করার জন্যই এমনটা ঘটিয়েছেন!
শেয়ারবাজারে লাভ করার জন্য ডর্টমুন্ডের বাসে বিস্ফোরণের কী দরকার ছিল? প্রশ্নটা যে কারো মাথায়ই আসতে পারে। পুরো ব্যাপারটিই আসলে ‘পুট-অপশন’ নামের শেয়ারের জন্য ঘটিয়েছেন আটক হওয়া ২৮ বছর বয়সী সার্জি ডব্লিউ নামের এক জার্মান যুবক, যিনি কিনা রাশিয়ারও নাগরিক। পুলিশ জানায়, শেয়ার বাজারে অতিরিক্ত লাভ করার জন্যই এমনটা করেছে সে, “আটক হওয়া ব্যক্তি ১১ এপ্রিল ডর্টমুন্ডের শেয়ারের প্রায় ১৫ হাজার পুট অপশন কিনে রেখেছিল। এটার মেয়াদ ছিল ১৭ জুন পর্যন্ত। পুট অপশনের মাধ্যমে আপনি আগে থেকে কিছু শেয়ারের মূল্য নির্ধারণ করে রাখতে পারবেন। একটা নির্দিষ্ট সময় পর যদি শেয়ারবাজারে ওই শেয়ারের দরপতন ঘটে তাহলে আপনি কয়েকগুণ লাভ করতে পারবেন। যদি ওই হামলার পর ডর্টমুন্ডের শেয়ারের মূল্য নেমে যেত, তাহলে ওই ব্যক্তি নিজের বিনিয়োগ করার অর্থের কয়েকগুণ বেশি পেতেন। ফুটবলাররা আহত হলে অথবা মারা গেলে আপনি শেয়ারের দরপতন আশা করতেই পারেন!”
ডর্টমুন্ডের শেয়ারের দরপতন হলে সার্জির পকেটে আসতো প্রায় ৪ মিলিয়ন ইউরো! এদিকে আটক হওয়া সার্জিই নাকি ঘটনাস্থলের আশেপাশে ইসলামিক ষ্টেটের নামে লেখা ভুয়া চিঠি রেখেছিলেন যাতে সন্দেহটা অন্য কারো ওপর না আসে।