• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'রিয়ালের বিপক্ষে সিদ্ধান্ত গেলে কেউ দেখে না'

    'রিয়ালের বিপক্ষে সিদ্ধান্ত গেলে কেউ দেখে না'    

    রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখ ম্যাচ নিয়ে সমালোচনার ঝড় যেন থামছেই না। নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ৪-২ গোলে বায়ার্নকে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে জিতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এই ম্যাচে স্বাগতিকদের করা একাধিক গোল নিয়ে রয়েছে বিতর্ক। কিন্তু এমন বিতর্কের ভুক্তভোগী যে সময়ে সময়ে রিয়ালকেও হতে হয় সেটা সবাই ভুলে যায় বলেই অনুযোগ করছেন দলটির মিডফিল্ডার লুকা মড্রিচ।

     

    অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে রোনালদোর করা দুটি গোল নিয়ে রয়েছে অফসাইড বিতর্ক। এছাড়া যে কারণে কার্ডে দেখে মাঠ ছাড়তে হয় বায়ার্নের মিডফিল্ডার আর্তুরো ভিদালকে, সেটি নিয়েও আছে প্রশ্ন। কিন্তু বিতর্কিত সিদ্ধান্তগুলো না হলেও রিয়াল জিতত বলেই মনে করেন মড্রিচ, “দেখে খারাপ লাগছে যে বায়ার্নের বিপক্ষে আমাদের জয়টা নিয়ে এত কথা হচ্ছে, কারণ আমি মনে করি দুই ম্যাচেই আমরা ওঁদের চেয়ে এগিয়ে ছিলাম।”

     

    রেফারিদের কোনো সিদ্ধান্ত রিয়ালের পক্ষে গেলেই কেবল হৈচৈ শুরু হয় বলেও মন্তব্য করেন এই ক্রোয়াট ফুটবলার, “ব্যাপারটা এমন হয়ে গেছে যে রেফারিদের সিদ্ধান্ত রিয়ালের পক্ষে গেলেই সেটা নিয়ে বিরাট আলোচনা শুরু হয়ে যায় কিন্তু আমাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত গেলে সেটা কেউ দেখে না। এই ম্যাচে বায়ার্ন যে পেনাল্টিটা পেয়েছে সেটা তাঁরা কখনোই পায় না। এছাড়া সার্জিও রামোসের আত্মঘাতী গোলটাও অফসাইডের পর হয়। ভিদালের কার্ড দেখার ঘটনা নিয়ে কথা হচ্ছে, ওঁর তো আরও আগে ৪৭তম মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ড দেখার কথা।”