ফিরতি লেগের কথা ভাবতে বারণ জিদানের
ঘুরে দাঁড়ানোর রেকর্ডটা বেশ সমৃদ্ধই রিয়াল মাদ্রিদের। প্রথম লেগে পিছিয়ে গিয়ে লস ব্ল্যাংকোরা দ্বিতীয় লেগে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে ফিরে এসেছে বহুবার। কিন্তু চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে মাদ্রিদ ডার্বির আগে রিয়াল কোচ জিনেদিন জিদান বলছেন, ঘরের মাঠের প্রথম লেগ থেকেই ফাইনালে এক পা দিয়ে রাখতে চান তিনি। জিততেই হবে- এমন কোনো সমীকরণ নিয়ে অ্যাটলেটিকোর মাঠে যেতে চান না তিনি। আর তাই খেলোয়াড়দেরও বলে রাখছেন, এই ম্যাচের কোনো দ্বিতীয় লেগ নেই ধরে নিয়েই কাল মাঠে নামতে।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জিদান সরাসরিই বলছেন বার্নাব্যুর ম্যাচটা কতোটা গুরুত্বের সাথে নিচ্ছেন তাঁরা, “আমরা জানি এই ম্যাচ কতোটা গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই এই ভেবে মাঠে নামতে হবে যে এখানে কোনো দ্বিতীয় লেগ নেই এবং সেজন্য এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে। আমরা এখন শুধুই কালকের ম্যাচ নিয়ে ভাবব, ফিরতি লেগের চিন্তাই করা যাবে না।”
বার্নাব্যুর দর্শকদেরও পাশে চাইছেন রিয়াল কোচ, “আমাদের সমর্থকরা আমাদের সাথে থাকবে, যেভাবে গত সপ্তাহেও ছিল। তাঁরা আমাদের অনেক সাহায্য করে এসেছে, এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড় পাওয়া এবং এই সমর্থনটা আমাদের দরকার।”
গত মৌসুমে এই অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েই শিরোপা জিতেছিল রিয়াল। কিন্তু সেজন্য তাঁর দলকে এগিয়ে রাখার কোনো সুযোগ নেই বলেও মনে করেন জিদান, “আমরা এখানে ফেবারিট নই কারণ এটা একটা সেমিফাইনাল ম্যাচ এবং দুই দলের জন্যই সম্ভাবনাটা ফিফটি-ফিফটি। আগে কী হয়েছে সেটার ওপর আপনি ভরসা করে থাকতে পারেন না।”