'নতুন কিছুই করে দেখাবে রিয়াল'
অ্যাটলেটিকোকে হারিয়েই ‘লা-উনডেসিমা’ ঘরে তুলেছিল তাঁরা। আজ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আবারো মুখোমুখি দুই নগর প্রতিদ্বন্দ্বী। ‘মাদ্রিদ-ডার্বির’ আগে রিয়াল মাদ্রিদ কোচ জিদান বলছেন, এই ম্যাচে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে নতুন কিছুই করে দেখাবে তাঁর দল।
ডিয়েগো সিমিওনের দলকে পরাজিত করার সব ছকই কষে রেখেছেন জিদান, “আমরা শুধু এইম্যাচ নিয়েই ভাবছি। ম্যাচটা কঠিন হবে। আমাদের ভালোভাবেই প্রস্তুতি সেরে ফেলেছি। মৌসুমের এই সময়ে এসে দলের সবাই দারুণ প্রত্যয়ী। এই ম্যাচে আমরা নতুন কিছু করার চেষ্টা করব। ছোট ছোট ব্যাপারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে পারে। আমরা দুই দলই একে অন্যকে ভালমতোই চিনি। আশা করি দারুণ একটা ম্যাচ হবে!”
চ্যাম্পিয়নস লিগে আগেও অ্যাটলেটিকোকে হারিয়েছে রিয়াল। ওই জয়টা কি আজকে তাঁদের খানিকটা এগিয়ে রাখবে? জিদান কিন্তু এরকমটা মনে করছেন না, “এটা দুই দলের জন্যই সমান। দুই লেগের সেমিফাইনাল সবসময়ই কঠিন। অতীতে যা হয়েছে সেটা ভুলে যাওয়াই উত্তম। বর্তমানে পরিস্থিতি ভিন্ন, তাঁরা সব চেষ্টাই করবে আমাদের হারানোর। গত চার-পাঁচ বছরে তাঁরা অনেক ভালো খেলছে। সবসময়ই আমাদের বিপক্ষে দারুণ লড়াই করেছে অ্যাটলেটিকো। তাঁদের মূল শক্তি হচ্ছে তাঁরা কখনোই হার মানে না। তবে আমরাও ছেড়ে কথা বলব না।”