• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'রিয়ালকে এক চুলও ছাড় দেবে না অ্যাটলেটিকো'

    'রিয়ালকে এক চুলও ছাড় দেবে না অ্যাটলেটিকো'    

    গত তিন বছরে রিয়াল মাদ্রিদের কাছে হেরেই বিদায় নিতে হয়েছে। এর মাঝে দুবারই ফাইনালে মন ভেঙ্গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের। রাতের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের আগে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইস্কো বলছেন, আজ তাঁদেরকে হারাতে ‘মরিয়া’ থাকবে অ্যাটলেটিকো।


    ইস্কোর মতে, মাদ্রিদকে এক চুলও ছাড় দেবে না গ্রিজমানরা, “তাঁরা গত কয়েক বছরে নিজেদের অনেক শক্তিশালী দলে রূপান্তরিত করেছে। দারুণ লড়াকু মনোভাব নিয়েই মাঠে নামে অ্যাটলেটিকো। আজও সেটার ব্যতিক্রম হবে না। দুই লেগের সেমিফাইনাল হওয়ায় ব্যাপারটা আরও কঠিনই হবে আমাদের জন্য। তাঁদের দুইবার ফাইনালে হারিয়েছি আমরা। এবার তাঁরা আমাদের হারাতে মরিয়া থাকবে।”

     

    আগের দুবারই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই দলের মাঝে। ইস্কো মনে করেন, আজও সেরকম হবে, “ আমি চার বছর ধরে এখানে আছি। প্রতিবারই এই টুর্নামেন্টে তাঁদের সাথে দেখা হয়েছে! শেষ দুবার রামোসের সেই দুর্দান্ত গোল এবং পেনাল্টি শুটআউটের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি হয়েছে। লড়াইটা সমানে সমান হবে। তবে আশা করি এবারও ফলাফলটা আমাদের পক্ষেই যাবে।”