• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়ালকে মাটিতে পা রাখতে বললেন জিদান

    রিয়ালকে মাটিতে পা রাখতে বললেন জিদান    

    ম্যাচের আগে জিদান বলেছিলেন, নতুন কিছুই করে দেখাবে তাঁর দল। খুব একটা ‘নতুন কিছু’ না হলেও বার্নাব্যু দেখেছে সেই ‘পুরনো’ রোনালদোকেই! সিআর সেভেনের দুর্দান্ত হ্যাটট্রিকেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। তবে এরকম জয়ের পরেও জিদান বলছেন, রিয়ালকে এখনো মাটিতে পা রাখতে হবে।

    প্রথম লেগে এরকম জয়ে কার্ডিফের ফাইনালে এক পা দিয়ে রেখেছে মাদ্রিদ। জিদান অবশ্য চান না দল আত্মতৃপ্তিতে ভুগুক, “দারুণ এক ম্যাচ ছিল। কিন্তু এটাই শেষ না। আমরা ৩ গোল করেছি বটে, তবে দ্বিতীয় লেগ এখনো বাকি! শেষ বাঁশি না বাজা পর্যন্ত যেকোনো কিছুই হতে পারে! তাই আমাদের মাটিতে পা রেখেই পরের ম্যাচে নামতে হবে। এই ম্যাচে প্রতিপক্ষকে কোন ‘অ্যাওয়ে গোল’ করতে দেইনি, এটা পরের লেগে অনেক সুবিধাজনক অবস্থায় রাখবে আমাদের।”

    ম্যাচের নায়ক রোনালদোর প্রশংসায় পঞ্চমুখ জিজু, “রোনালদো অসাধারণ খেলেছে। সে বরাবরই গুরুত্বপূর্ণ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই মৌসুমে সে বহু ম্যাচে দলের জয় এনে দিয়েছে। দলের সবাই দারুণ খেলেছে। মৌসুমের শেষ পর্যন্ত এটা ধরে রাখতে চাই।”