• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মোনাকোকে হালকাভাবে নিচ্ছে না জুভেন্টাস

    মোনাকোকে হালকাভাবে নিচ্ছে না জুভেন্টাস    

    চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের সূচি নির্ধারণ হওয়ার পর অনেকেই বলেছিলেন, মোনাকোর মুখোমুখি হওয়াতে খানিকটা ‘স্বস্তিতেই’ থাকতে পারে জুভেন্টাস। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে পেলেও জুভেন্টাস গোলকিপার জিয়ানলুইজি বুফন বলছেন, মোনাকোকে কোনোভাবেই খাটো করে দেখছে না তাঁর দল।

     

    বুফন মনে করেন, যোগ্য দল হিসেবেই সেমিতে উঠেছে মোনাকো, “হয়তো অনেকে মোনাকোকে খুব একটা গণ্য করছেন না, তবে এই মৌসুমে তাঁদের পারফরম্যান্স দারুণ ছিল। আমরা কোনোভাবেই তাঁদের হালকাভাবে নিচ্ছি না। তাঁদের দলে বেশ কয়েকজন ফুটবলার আছে যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই দলটার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে।” 

     

    বুফনের সাথে একমত জুভদের কোচ আলেগ্রিও, “মোনাকো নিজেদের লিগের শীর্ষে আছে, পিএসজির আগে! এটা ভুলে গেলে চলবে না পিএসজির এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ছিল। আশা করি এটাই সবকিছু বুঝিয়ে দিচ্ছে! আজকের ম্যাচে ভালো লড়াই হবে।”