ব্যালন ডি'অর নিয়ে ভাবেন না বুফন
বয়স ৪০ ছুঁইছুঁই। যখন ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই সময় জন্ম নেওয়া ফুটবলাররা এখন তাঁর বিপক্ষে খেলছে! এই ‘বুড়ো’ বয়সেও আগের মতোই প্রাণবন্ত, ক্ষিপ্রতা কমেনি একটুও। তবুও হয়তো এই দীর্ঘ পথচলার শেষতা ঘনিয়ে আসছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মোনাকোকে ২-০ গোলে হারানোর পর জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফন বলেছেন, তাঁর বিদায়ের সময় সবাইকে ‘দুঃখী’ দেখতে চান! জানালেন, ব্যালন ডি অর না পাওয়া নিয়ে আফসোস নেই।
এই মৌসুমে টানা ছয় ম্যাচে কোন গোল হতে দেননি। মোনাকোর বিপক্ষেও দারুণ কয়েকটি সেভ করেছেন। বুফন বলছেন, নিজেকে প্রতি ম্যাচেই ‘তরুণ’ প্রমাণ করার লক্ষ্য নিয়েই নামেন, “প্রতি ম্যাচেই আমি প্রমাণ করার চেষ্টা করি যে এই বয়সেও আমি এখানে খেলার যোগ্য। আমার পরিশ্রমও এই একটাই কারণে। আমি চাই, আমার বিদায়ে দিন সবাই দুঃখী হবে! আমি জানি না এটা অর্জন করতে পারবো কিনা, তবে এই দলে খেলতে পেরে সেটা সহজ হয়ে যাচ্ছে। যতক্ষণ আমি দলের প্রয়োজনে কাজে আসতে পারবো ততদিন আমি সন্তুষ্ট থাকব।”
বুফন বলছেন, ব্যালন ডি অর জেতা নিয়ে খুব একটা ভাবেন না তিনি, “ আমি ব্যক্তিগত পুরস্কার নিয়ে কখনোই মাথা ঘামাই না। ব্যালন ডি অর না পাওয়া নিয়ে আক্ষেপ নেই। আমি দলের জয়ে অবদান রাখা নিয়েই বেশি ভাবি। নিজেকে সেভাবেই প্রস্তুত করি।”