• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'আবারো ফাইনাল খেলব এটা ভাবিনি'

    'আবারো ফাইনাল খেলব এটা ভাবিনি'    

    শেষ বাঁশি বাজার পর তাঁকে ঘিরেই শুরু হল উল্লাস। ঘরের মাঠে মোনাকোকে হারিয়ে ২ মৌসুম পর আবারো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে জিয়ানলুইজি বুফনের জুভেন্টাস। ম্যাচ শেষ বুফন বলেছেন, এই বয়সে আবারো ফাইনালে খেলবেন, এটা কখনোই ভাবেননি!

    বয়স প্রায় ৪০ ছুঁয়েছে। শেষবার ২০১৫ সালের ফাইনালে বার্সেলোনার কাছে পরাজয়ের পর ফাইনালে খেলার আশা অনেকটাই ছেড়ে দিয়েছিলেন বুফন, “দুই বছর আগে সবাই ভেবেছিল, ওটাই হয়তো আমার শেষ ফাইনাল। বয়সের দিকে তাকিয়ে আমিও সেরকমই ভেবেছিলাম! কিন্তু সেটা হয়নি। আমি সেদিনের পর স্বপ্ন দেখা বন্ধ করিনি। সবার উচিত শেষ পর্যন্ত নিজের স্বপ্নে বিশ্বাস করা।”

     

    ৩ জুন কার্ডিফে  'স্বপ্নের ফাইনালে' রিয়াল অথবা অ্যাটলেটিকোর মুখোমুখি হবেন। দুইবার শিরোপাবঞ্চিত হওয়া বুফন শুধুমাত্র ফাইনালে উঠেই সন্তষ্ট থাকতে চান না, “এবারের দলটা দারুণ, নাহলে এতদূর আশা সম্ভব হত না। আমরা ফাইনালে উঠেছি, এটা আনন্দের ব্যাপার। কিন্তু এটাই আমাদের লক্ষ্য না। শুধু ফাইনালে খেলতে পেরেই আমরা সন্তুষ্ট থাকতে চাই না।”