বুফনের হাতেই ব্যালন ডি'অর দেখতে চান আলেগ্রি
শোকেসে ব্যক্তিগত পুরস্কারের সংখ্যাটা কম নয়। কিন্তু এতশত সম্মাননার মাঝে একটি জিনিসই নেই জিয়ানলুইজি বুফনের। কখনোই ব্যালন ডি'অর না জেতা বুফন অবশ্য এটা নিয়ে হতাশার কথা বলেননি। জুভেন্টাস কোচ আলেগ্রি বলছেন, এবারের চ্যাম্পিয়নস লিগে যেই জিতুক না কেন, ব্যালন ডি'অরটা বুফনেরই প্রাপ্য।
সিরি আ ও চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন বুফন। চ্যাম্পিয়নস লিগে তো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি সময় গোল হজম না করার রেকর্ডও করেছেন। আলেগ্রি তাই এই বছরের ব্যালন ডি'অর বুফনের হাতেই দেখতে চান, “আমার মনে হয় ফাইনালের ফলাফল যাই হোক না কেনো, এবারের ব্যালন ডি'অর বুফনেরই প্রাপ্য। ২০০৬ সালে যখন ইতালি বিশ্বকাপ জেতে সেবারও তাঁর পাওয়া উচিত ছিল। এছাড়া বেশ কয়েকবার এটা হাতছাড়া হয়েছে তাঁর। এই মৌসুমে তাঁর পারফরম্যান্স অসাধারণ ছিল। এবার তাঁর হাতেই এটা দেখতে চাই।”
মাদ্রিদের বিপক্ষে ফাইনাল নিয়ে এখনই মাথা ঘামাতে চাচ্ছেন না আলেগ্রি, “এই বছর আমাদের খুব ধীরস্থির ভাবে এগোতে হবে। ফাইনাল নিয়ে এখনই কিছু ভাবছি না। ম্যাচের ৩-৪ দিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করব। আশা করি সব ভালোই হবে।”