• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বুফনের হাতেই ব্যালন ডি'অর দেখতে চান পিকে

    বুফনের হাতেই ব্যালন ডি'অর দেখতে চান পিকে    

    রোনালদো না বুফন? কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর, এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখন থেকেই। বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে বলছেন, এবারের পুরস্কারটা বুফনের হাতেই দেখতে চান।

     

    নিজের ক্যারিয়ারে কখনোই এই পুরস্কারটা পাননি বুফন। পিকে মনে করেন, এবার সেটার সময় এসেছে, “বুফন ব্যালন ডি’অর জিতলে ব্যাপারটা দারুণ হবে। তিনি এরই মাঝে লিগ জিতেছেন, চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগও হাতছানি দিচ্ছে। তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য। পুরো ক্যারিয়ারের মতো এই মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করেছেন। লেভ ইয়াসিনের পর আবারো কোনো গোলরক্ষকের হাতে এই পুরস্কার উঠলে ভালোই হবে।”

    ৩ জুনের ফাইনালে মুখোমুখি হবে মাদ্রিদ-জুভেন্টাস। ফাইনালটা জমজমাট হবে বলেই আশা করছেন পিকে, “ ফাইনালটা দারুণ হবে। জুভেন্টাসের বুফনের মতো ফুটবলার আছে। তাঁদের রক্ষণভাগের ব্যাপারে সবাই জানে। এইদিক দিয়ে তাঁরা সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। এছাড়া আমি সাবেক বার্সা সতীর্থ দানি আলভেজের হাতে ট্রফিটা দেখতে চাইবো!”