'রোনালদো ফেবারিট, প্রাপ্য বুফনের'
তাঁর নেতৃত্বে আরও একটা দারুণ মৌসুম কাটিয়েছে জুভেন্টাস, রেকর্ড টানা ষষ্ঠবারের মতো জিতেছে সিরি আ। ওল্ড লেডিদের গোলপোস্টের নীচে এই অতন্দ্র প্রহরী দলকে তুলে এনেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। এ বছরের ব্যালন ডি অরটা তাই খুব করেই প্রাপ্য জিয়ানলুইজি বুফনের- এমনটাই মনে করছেন নতুন প্রজন্মের ‘থিয়েরি অঁরি’ খ্যাত কিলিয়ান এমবাপে। তবে মোনাকোর এই তরুণ সেনসেশন বলছেন, শেষ পর্যন্ত ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাবটা জেতার জোর সম্ভাবনা ক্রিস্টিয়ানো রোনালদোরই।
ইউরোপীয় ফুটবলে ইতোমধ্যেই হৈচৈ ফেলে দেয়া এমবাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে গোল করার নতুন রেকর্ড গড়েছেন এবার। এবারের চ্যাম্পিয়নস লিগ নক-আউট পর্বে ওটাই বুফনের হজম করা একমাত্র গোল। এই কিংবদন্তী গোলরক্ষকের হাতেই এবারের ব্যালন ডি অর দেখতে চান ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার।
তবে ব্যালন ডি অরটা বুফনের প্রাপ্য মনে করলেও এমবাপে বলছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালই এর যোগ্য দাবীদার নির্ধারণ করে দেবে, “তিনি এখন পর্যন্ত যা করেছেন সেসবের জন্য ব্যালন ডি অরটা তিনি পান। কিন্তু আমার মনে হয় এটা নির্ভর করছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ওপর।”
“যদি রিয়াল মাদ্রিদ জেতে তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোই পাবে। কিন্তু তা না হলে বুফনই হবে সেটার যোগ্য দাবীদার।”