'চ্যাম্পিয়নস লিগ বুফনের প্রাপ্য'
দু’জনেই খুব ভালো বন্ধু। সমসাময়িক বিশ্বের দুই অন্যতম সেরা গোলরক্ষক তাঁরা। ক্যাসিয়াসের ক্যারিয়ারে ভাটা পড়ে গেলেও বুফন এখনও জ্বলছেন স্বমহিমায়। জুভেন্টাসের গোলপোস্টের অতন্দ্র প্রহরী হয়ে থেকে ওল্ড লেডিদের তুলে এনেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। এবার ইউরোপসেরার মুকুটটা তাই বুফনের খুব করেই প্রাপ্য বলে মনে করেন তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতা ক্যাসিয়াস। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচটা যখন তাঁর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে, ক্যাসিয়াস বলছেন তাঁর সমর্থনটা থাকবে লস ব্ল্যাংকোদের প্রতিই।
স্প্যানিশ একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে ক্যাসিয়াস বলছিলেন এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে তাঁর ভাবনার কথা, “এবারের চ্যাম্পিয়নস লিগ জেতাটা বুফনের প্রাপ্য। কিন্তু আমি রিয়াল মাদ্রিদকেই সমর্থন দেব। কারণ এটা আমার দল।”
কেন বুফনের জেতা উচিত সে ব্যাখ্যাও দিচ্ছেন রিয়ালের সাবেক গোলরক্ষক, “সে দারুণ একটা বছর কাটিয়ে এসেছে। সে দেখিয়েছে ৩৯ বছর বয়সেও কীভাবে সেরা গোলকিপার থাকা যায়। তাঁর ক্যারিয়ার একটা চ্যাম্পিয়নস লিগ ছাড়া শেষ হতে পারে না।”
শেষ পর্যন্ত যেই জিতুক, ক্যাসিয়াস আশা করছেন দারুণ জমজমাট এক ফাইনালই হতে যাচ্ছে এবার, “লড়াইটা সেয়ানে সেয়ানেই হবে। কারণ জুভেন্টাস আর রিয়াল মাদ্রিদ শক্তির বিচারে এখন সমানে সমান। জুভেন্টাসের রক্ষণ তো বরাবরই ভালো আর এখন ডিবালা, হিগুয়েন, মান্দজুকিচদের নিয়ে তাঁদের আক্রমণভাগটাও দুর্দান্ত। কিন্তু রিয়াল মাদ্রিদও দারুণ শক্তিশালী আর রোনালদো চমৎকার ছন্দে আছে।”