বুফনদের 'বাড়তি সম্মান' দেখাতে চান না রোনালদো
ফাইনালের বাকি আর ৩ দিন। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতিটা সেরে নিচ্ছে জিদানের দল। ক্রিস্টিয়ানো রোনালদো বলছেন, ৩ জুনের ফাইনালে বুফনদের ‘বাড়তি সম্মান’ দেখাবে না মাদ্রিদ।
রোনালদো বলছেন, জুভেন্টাসের ওপর প্রাধান্য বিস্তার করাই হবে তাঁদের লক্ষ্য, “অতিরিক্ত ‘সম্মান’ দেখানো খুব একটা বুদ্ধিমানের কাজ না। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে প্রমাণ করতে হবে যে আমরা তাঁদের চেয়ে ভালো দল। আমরা অবশ্যই তাঁদের চেয়ে ভালো দল, কিন্তু তাঁদের দলও কম শক্তিশালী নয়। কিন্তু এটা আমাদের মাঠেই প্রমাণ করে দেখাতে হবে। আমরা ফাইনালের দিন তাঁদের ‘সম্মান’ দেখাবো, তবে সেটা খুব বেশি নয়।”
টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জিতে ইতিহাস গড়তে চান রোনালদো, “আমি ওই ম্যাচে গোল করতে চাই। দল এখন ফুরফুরে মেজাজে আছে, লিগ শিরোপা জেতার পর সবার মনের অবস্থাও ভালো। এবারের ফাইনাল জিতে আমরা ইতিহাস গড়তে চাই। আমি অন্য যেকোনো মৌসুমের চেয়ে এখন ফিট আছি, কারণ এইবার তুলনামূলকভাবে অনেক কম ম্যাচ খেলেছি।”