• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'থ্রি হান্ড্রেড' ছবি থেকেই অনুপ্রেরণা রোনালদোদের

    'থ্রি হান্ড্রেড' ছবি থেকেই অনুপ্রেরণা রোনালদোদের    

    আর এক দিন পরেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। শেষ মুহূর্তের প্রস্তুতি সারা রিয়াল মাদ্রিদ-জুভেন্টাসের, এখন শুধু মানসিকভাবে দলকে চাঙা রাখার সময়। জিনেদিন জিদান এমনিতে খুব বেশি কথা বলেন না, সেটা তাঁর ধাতেও নেই। তবে ফাইনালের আগে দলকে উদ্দীপ্ত করার জন্য একটা কৌশল নিয়েছেন। 'থ্রি হানড্রেড' ছবিটা দেখিয়েই অনুপ্রাণিত করতে চাইছেন রোনালদোদের। 


    হলিউডের বিখ্যাত থ্রি হানড্রেড ছবিটা যারা দেখেছেন, তারা নিশ্চয় মর্মটা ধরতে পারবেন। স্পার্টার রাজা লিওনিদাস তাঁর ৩০০ জন সৈন্য নিয়েই পারসিয়ার রাজা জেরজেসের ১০ হাজার সৈন্য বাহিনিকে হারিয়ে দিয়েছিলেন। জিদানও এবার একই মন্ত্রে দীক্ষিত করতে চাইছেন ছেলেদের। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুই বার ট্রফি জয়ের হাতছানি তাদের সামনে। রোনালদোদের তো এমনিতেই প্রেরণার অভাব নেই!