'একই দলে খেললে রোনালদোই হতো তারকা'
দুজন দুই সময়ের ‘তারকা’। দুজনই রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়ে নিজের ক্যারিয়ারকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। সাবেক মাদ্রিদ ফুটবলার ও বর্তমান মাদ্রিদ কোচ জিদান বলছেন, ক্রিস্টিয়ানো রোনালদো যদি তাঁর সাথে ওই মাদ্রিদ দলে খেলতেন, তাহলে এগিয়ে থাকতেন রোনালদোই!
জিদান বলছেন, গোলের দিক থেকে এগিয়ে থাকা রোনালদোই বেশি পাদ্রপ্রদীপের আলোয় থাকতেন ‘গ্যালাকটিকোসে’, “রোনালদো সবসময় অন্যদের কথা ভাবে। সে এই মাদ্রিদ দলের প্রাণশক্তি। যদি আমরা একসাথে খেলতাম, তাহলে সেই হতো তারকা! কারণ সে অনেক বেশি গোল করে দলের জয়ে ভূমিকা রাখে।”
রাতে জুভেন্টাসের মুখোমুখি হলে দল। ম্যাচের আগে জিজু বলছেন, কোনো বাড়তি চাপ নিচ্ছেন না, “আমরা ম্যাচের জন্য প্রস্তুত। গত কয়েকদিন অনেক পরিশ্রম করেছে সবাই। আমরা আসলে চাপ নিচ্ছি না একেবারেই। এরকম চাপ সবসময়ই আমাদের ওপরে থাকে। এরকম ফাইনালে যে কেউ জিততে পারে। আশা করি ভালো একটা ম্যাচ হবে। ফলাফলটা আমাদের পক্ষে আসুক এটাই চাই। অনেকেই বলছেন আমরা ফেভারিট, কিন্তু ব্যাপারটা এমন নয়। এই ম্যাচে ৫০-৫০ সুযোগ থাকবে দুই দলের।”