'রামোসের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই'
বার্সেলোনার সাথে রামোসের ‘দা-কুমড়া’ সম্পর্কের কথা কারো অজানা নয়। হরহামেশাই পিকে এবং অন্য বার্সা ফুটবলারদের সাথে মাদ্রিদ অধিনায়কের দ্বন্দ্বের কথা শোনা যায়। বরং আলভেসের সঙ্গে সেরকম দ্বন্দ্ব খুব একটা শোনা যায়নি। আজ জুভেন্টাসের হয়ে রামোসের মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে আলভেস বলছেন, রামোসের সাথে তাঁর কোনো ‘দ্বন্দ্ব’ নেই।
ফাইনালের আগে রামোসের সাথে বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন আলভেস, “ রামোস খুবই বুদ্ধিমান। মানুষই এসব দ্বন্দ্ব,বিতর্ক উস্কে দেয়। আমাদের দুজনের মাঝে হয়তো মতভিন্নতা আছে, কিন্তু এটা খুব বড় কিছু নয়। আমি তাঁকে যথেষ্ট সম্মান করি। বার্সেলোনাতে থাকার সময়ও মাঠের বাইরে আমাদের মাঝে খারাপ কিছু হয়নি। ভবিষ্যতেও এসবের সম্ভাবনা ক্ষীণ।”
আজকের ফাইনালের আগে বাড়তি চাপ নেবে না জুভেন্টাস, বলছেন আলভেস, “মাদ্রিদ কতোগুলো শিরোপা জিতেছে এটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা কোনো চাপ নিয়ে মাঠে নামতে চাই না। আমরা জয়ের জন্যই খেলব। মাদ্রিদের বিপক্ষে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলার আমি। তবে এটা আলভেজ-মাদ্রিদ না, জুভেন্টাস-মাদ্রিদ ম্যাচ! ১৯৯৮ সালের ফাইনালে মাদ্রিদের গোলটি অফসাইড ছিল। সেই হিসেবে আজও ইতিহাসের কিছু হিসেব নিকেশ বাকি আছে।” পরে অবশ্য মার্সেলোও পাল্টা বলেছেন, 'কে কী বলল তাতে রিয়ালের কিছু আসে যায় না।'