• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বুফনকে প্রথম শিরোপা 'উপহার' দিতে চান আলভেস

    বুফনকে প্রথম শিরোপা 'উপহার' দিতে চান আলভেস    

    বিশ্বকাপসহ অনেক ট্রফিই উঁচিয়ে ধরেছেন। কিন্তু কখনোই এই ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি জিয়ানলুইজি বুফনের। অন্যদিকে দানি আলভেস বার্সেলোনার হয়ে তিনবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। ফাইনালের আগে বুফন জানিয়েছেন, জুভেন্টাসে যোগ দেওয়ার পর আলভেস নাকি তাঁকে বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগ জেতায় তাঁকে সাহায্য করতে চান!

    বুফন জানিয়েছেন, ক্লাবে যোগ দেওয়ার পরেই অধরা এই শিরোপা বুফনের হাতে তুলে দেওয়ার ইচ্ছাটা জানিয়ে রেখেছিলেন আলভেস, “জুভেন্টাসে যোগ দেওয়ার পরেই সে আমাকে বলেছিল, আমার সাথে এবার চ্যাম্পিয়নস লিগ জিততে চায়। আলভেস অনেকটাই আমার মতো। সে কখনোই আশা ছাড়েনি। আশা করি আজকে তাঁর স্বপ্নটা পূরণ হবে!”

    আজকের ফাইনালের আগে নিজদের ওপর ভরসা রাখছেন বুফন, “নিজেদের ওপর আমাদের বিশ্বাস আছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। মাদ্রিদ বেশ কয়েকটি ফাইনাল জিতেছে, আমরা সেটা পারিনি। আমার একটাই লক্ষ্য থাকবে, গোল না খাওয়া। অনেকেই রোনালদো ও আমার তুলনা করছেন। আমাদের দুজনের দায়িত্বটা পুরোপুরি ভিন্ন।”