মাদ্রিদের 'নতুন যুগের' সূচনা দেখছেন রোনালদো
স্বপ্নের মতো একটা বছর কেটেছে। দলীয় কিংবা ব্যক্তিগত, দুই ক্ষেত্রেই সমানভাবে সফল মাদ্রিদের প্রাণভোমরা রোনালদো। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতার পর রোনালদো বলছেন, মাদ্রিদে ‘নতুন যুগের’ সূচনা হয়েছে।
১৯৫৮ সালের পর এই প্রথমবার ‘ডাবল’ জিতেছে মাদ্রিদ। এবারের দলের ফুটবলারদের গড় বয়স ২৬.৫। আগামী মৌসুমে দলে যোগ দিতে পারেন ২২ বছর বয়সী মার্কোস লরেন্তে, ২০ বছর বয়সী হেসুস ভ্যালেজো ও ১৯ বছর বয়সী থিও হার্নান্দেজ। এছাড়া ২০১৮ সালে মাদ্রিদে আসার কথা রয়েছে ব্রাজিলের বিস্ময় বালক ভিনিসিয়াস জুনিয়রের। রোনালদো তাই এই তরুণ মাদ্রিদ দলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন, “বার্নাব্যুতে নতুন যুগের সূচনা হয়েছে। কোচ জিদানের অধীনে ভবিষ্যতে আরও ভালো কিছুই আসছে ক্লাবের জন্য।”
এই মৌসুমে রোনালদোকে অনেক ম্যাচেই বিশ্রামে রেখেছিলেন জিদান। এ নিয়ে অনেক সমালোচনা হলেও কোচের সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন সিআর সেভেনও। এদিকে জিদান জানিয়েছেন, সামনের মৌসুমেও মাদ্রিদের দায়িত্বে থাকছেন।
ইস্কোও বলেছেন, মাদ্রিদ ছাড়ার কোনো ইচ্ছে নেই তাঁর। জিদানের 'জাদুকরী' ছোঁয়ায় বদলে যাওয়া মাদ্রিদের জয়যাত্রা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে, রোনালদোর আশা এমনটাই।