আগামী মৌসুমই বুফনের শেষ?
জুভেন্টাসের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন অনেক ট্রফি। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও অন্য দশজন ফুটবলারের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু এত প্রাপ্তির মাঝেও জিয়ানলুইজি বুফনের জীবনে হতাশার গল্প হয়ে আছে চ্যাম্পিয়নস লিগ। কখনোই এই শিরোপা ছুঁতে না পারা বুফন বলেছেন, আগামী মৌসুমেও যদি এটা না জেতেন তাহলে অবসর নেবেন।
পুরো মৌসুমে দুর্দান্ত খেলা জুভেন্টাস এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরেছে। কার্ডিফে আরেকবার স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বুফনকে। বয়স ৪০ ছুঁই ছুঁই, বুফন তাই নিজের ক্যারিয়ারের শেষটা দেখতে পাচ্ছেন, “ আমি এই ব্যাপারে ৯৯.৯৯ শতাংশ নিশ্চিত। আগামী মৌসুমটাই আমার ক্যারিয়ারের শেষ মৌসুম হবে। শেষবারে মতো জুভেন্টাসের হয়ে খেলতে নামব। ক্লাবের হয়ে শেষ দিনটাও চলে আসবে।”
তবে শুধুমাত্র চ্যাম্পিয়নস লিফ জিতলেই বুফন নিজের অবসরের সিদ্ধান্ত বদলাবেন, “যদি পরের মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগ জিততে পারি তাহলেই কেবল আরো এক বছর খেলা চালিয়ে যাব। তখন ক্লাব বিশ্বকাপ এবং অন্য ট্রফি জেতার চেষ্টাও থাকবে। সময়ই বলে দেবে কী হতে যাচ্ছে।”