• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    এভারটনই রুনির নতুন ঠিকানা?

    এভারটনই রুনির নতুন ঠিকানা?    

    ৫/০৭/২০১৭ঃ
    যা কিছু ঘটছেঃ 


    * রিয়াল মাদ্রিদ থেকে এক বছরের জন্য ধারে স্পোর্টিং ক্লাব লিসবনে যোগ দিয়েছেন ফাবিও কোয়েন্ত্রাও। 

    যা কিছু রটছেঃ 

    * ওয়েইন রুনির সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৩ বছরের সম্পর্কের শেষটা ঘটতে পারে এই সপ্তাহেই।  শৈশবের ক্লাব এভারটনেই হতে পারে নতুন ঠিকানা। 

    গত মৌসুমে মরিনহোর অধীনে দলে জায়গা হারানোর পর থেকেই রুনির ক্লাব ছাড়ার গুঞ্জণ নিয়ে কথা শোনা যাচ্ছিল। তবে ইউনাইটেডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রুনি জানিয়েছিলেন ক্লাব ছাড়ার কোনো চিন্তা তাঁর মাথায় নেই। আর ছাড়লেও ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলে যোগ দেবেন না বলেও জানিয়েছিলেন। 

    তবে অবস্থাচিত্তে রুনিকে পেতে আগ্রহী দলের সংখ্যা হাতে গোণা অল্পই। চায়নিজ ক্লাবের সাথেও অনেক দূর কথা গড়িয়েছিল বলে খবর বেরিয়েছিল ফেব্রুয়ারিতে। কিন্তু ইংল্যান্ড জাতীয় দলে জায়গা টিকিয়ে রাখতে চায়নিজ লিগে পাড়ি জমানোর সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন রুনি। শৈশবের ক্লাব এভারটনে খেলেছেন ২০০৪ সাল পর্যন্ত। এরপর যোগ দিয়েছিলেন ম্যান ইউনাইটেডে। 

    এভারটনের অন্যতম মালিক ফরহাদ মশিরিও চাইছেন এই সুযোগে রুনিকে দলে ভেড়াতে। এমন সুযোগ হাতছাড়া করতে চাইছেন না এভারটনের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ওয়ালশ। রুনির দলছাড়ার গুঞ্জণে এভারটন কর্তৃপক্ষও শুরু করে দিয়েছে কাগজপত্র গোছানোর কাজ। ডেইলি মেইলের সূত্রমতে, আজ সকালেই  লিভারপুলে দেখা গেছে রুনিকে। সম্ভাব্য দলবদল নিয়ে এভারটন কর্তৃপক্ষের সাথে বৈঠকে যোগ দিতেই লিভারপুলে এসেছেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার। 

    * ইউনাইটেডের যুক্তরাষ্ট্র সফরের আগে ওয়েইন রুনি দলত্যাগ করলে তাঁর জায়গায় আলভারো মোরাতার দলে যোগ দেয়ার সুযোগ প্রবল। তবে কালক্ষেপণ কিছুতেই সহ্য হচ্ছে মরিনহোর। নিজের সাবেক শিষ্যকে যত তাড়াতাড়ি সম্ভব দলে নিয়ে আসতে চাইছেন তিনি। 

    * ইভান পেরিসিচকে ইন্টার মিলান থেকে আনতে প্রথম দফায় ব্যর্থ হওয়ার পর এবার দ্বিতীয়বারের মতো বিড করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

    * কাইল ওয়াকারের ম্যানসিটিতে যোগ দেয়া পিছিয়ে গেছে আরও এক সপ্তাহের জন্য। নতুন রাইট ব্যাককে দলে আনতে বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন গার্দিওলা। 

    * অলিম্পিক লিও থেকে আর্সেনালে যোগ দিতে এরই মাঝে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন লাকাযেত। খুব শীঘ্রই জানা যাবে নিশ্চিত খবর। নতুন ক্লাব রেকর্ড গড়ে ফ্রেঞ্চ স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছেন আর্সেন ওয়েঙ্গার।

    * ওসমান ডেম্বেলের সাথে বার্সেলোনার নাম শোনা গেলেও, বরুশিয়া ডর্টমুন্ডের এই খেলোয়াড়কে পেতে বায়ার্ন মিউনিখের নামও আসছে। ডেম্বেলের এজেন্টই বায়ার্নের কাছে প্রস্তাব পাঠিয়েছেন বলে খবর। 

    * দানি কাবালোসকে পেতে রিয়াল মাদ্রিদের সাথে আগ্রহী দল হিসেবে যোগ দিয়েছে বার্সেলোনাও!    




    ৪/০৭/২০১৭ঃ
    যা কিছু ঘটছেঃ 


    * জিয়ানলুইজি ডোনারুমার দলবদল নিয়ে জলঘোলা হয়েছে অনেক। নতুন চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানানোর পর রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত আর নিজের ছেলেবেলার ক্লাবের সাথে 'বিশ্বাসঘাতকতা' করেননি ডোনারুমা। ৫ বছরের নতুন চুক্তি স্বাক্ষরে সম্মতি জানিয়েছেন এসি মিলানের সাথে। এই চুক্তির সাথে অবশ্য কিছু শর্ত প্রযোজ্য রয়েছে। ডোনারুমাকে কিনতে হলে নতুন ক্লাবকে দিতে হবে অতিরিক্ত টাকা। অঙ্কটাও বলা আছে চুক্তিতে। চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারলে, মিলানকে দিতে হবে ১০০ মিলিয়ন ইউরো।  আর চ্যাম্পিয়নস লিগে না খেলা অবস্থায় মিলান থেকে ডোনারুমাকে দলে ভেড়ালে অন্য ক্লাবকে দিতে হবে ৫০ মিলিয়ন। আপাতত ৫ বছরের চুক্তিতে প্রতি বছর ৫ মিলিয়ন ইউরো করে পাওয়ার কথা রয়েছে ডোনারুমার। 



    * জার্মানির হয়ে সদ্য কনফেডারেশনস কাপ জয়ী সেন্টার ব্যাক ম্যাথিয়াস গিন্টারকে বরুশিয়া ডর্টমুন্ড থেকে দলে ভিড়িয়েছে মশেনগ্লাডবাখ। 

    * ইন্টার মিলানে যোগ দেয়ার এক মৌসুম পর আবারও নিজের পুরনো ক্লাবে ফিরে এসেছেন এভার বানেগা। তিন বছরের নতুন চুক্তিতে সেভিয়ায় যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। 

    * ফাবিও বরিনির পর হাকান কালহনগ্লুকে দলে ভিড়িয়েছে এসি মিলান। তার্কিশ এই অ্যাটাকিং মিডফিল্ডারকে বেয়ার লেভারকুসেন থেকে ২২ মিলিয়ন ইউরো খরচ করেছে মিলান। 

    * পিএসজির সাথে আরও এক বছরের চুক্তি করেছেন থিয়াগো মোত্তা। 

    * ওলফসবার্গ থেকে ৪ বছরের চুক্তিতে অলিম্পিক মার্শেইতে যোগ দিয়েছেন লুইজ গুস্তাভো। 

    * গেল জানুয়ারিতে ফুটবলকে বিদায় বলেছিলেন জিব্রাইল সিসে। ডিজে হিসেবে নতুন ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে। মাত্র ছয় মাসের মাথায়ই আবারও ফুটবলে ফেরত আসলেন। এবার যোগ দিয়েছেন সুইজারল্যান্ডের তৃতীয় স্তরের এক ক্লাবে।  

    যা কিছু রটছেঃ 

    * বানেগা ছাড়ার পর নতুন এক মিডফিল্ডারের খোঁজে নেমেছে ইন্টার মিলান। ধারণা করা হচ্ছে ডি মারিয়াকে কেনার জন্য চেষ্টা চালাবে তারা। 

    * আলভারো মোরাতার ম্যান ইউনাইটেডে যোগ দেয়ার গঞ্জণটা বহু পুরোনো। নতুন খবর হচ্ছে ইউনাইটেডের প্রাক মৌসুম শুরুর আগেই রিয়াল মাদ্রিদ ছাড়তে মুখিয়ে আছেন মোরাতা। 

    * বরুশিয়া ডর্টমুন্ডের মার্ক বাত্রা ও লাতসিওর লুকাস বিলিয়ার সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের যোগসাজোশের গুঞ্জণ উঠেছে। তবে এই খবরের সত্যতা নিয়েই বরং আলোচনা বেশি। 

    * ফ্রেঞ্চ সংবাদমাধ্যম এল' একুইপের খবর অনুযায়ী আজই সপন্ন হতে পারে লাকাযেতের আর্সেনালে যোগ দেয়ার আনুষ্ঠানিকতা। লিও থেকে এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে ৫০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে হতে পারে আর্সেনালকে।