• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'দলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত'

    'দলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত'    

    দলের দাবিটাই তাঁর কাছে সবার আগে। বাংলাদেশ দলের হয়ে এক দশকের কাছাকাছি খেলার পরও এখনও যেমন থিতু হতে পারেননি ব্যাটিং অর্ডারে। বিপিএলে খুলনা টাইটানসের হয়েও দলের প্রয়োজনটাই বড় করে দেখছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দল যা চাইবে, সেটাই মেটানোর জন্য প্রস্তুত।

    ব্যাটে-বলে গত বিপিএলে সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন ছিলেন মাহমুদউল্লাহই। প্রথম দুই ম্যাচে বল হাতে শেষ মুহূর্তের ঝলকে হারতে বসা ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন। মূলত চারেই নেমেছেন বেশির ভাগ ম্যাচে। তবে জাতীয় দলে এখন নামতে হচ্ছে ছয়ে, পরের বিশ্বকাপের জন্য তাঁকে ‘ফিনিশারের’ ভূমিকায় দেখার কথাও জানিয়ে রেখেছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাহমুদউল্লাহ অবশ্য নিজের ভূমিকা নিয়েই একদমই ভাবতে চাইছেন না, ‘প্রথমত কোচ আছে, দলের থিঙ্কট্যাঙ্ক আছে। আমাকে যে ভূমিকা দেওয়া হবে, সেটা পালন করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি, দল সবার আগে। দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই। দলের জন্য যে পজিশনই হোক, আমি সব সময় যে কোনো কিছু করতেই প্রস্তুত। খুলনার টিম যেখানে দরকার, সেটা ফিনিশার হোক, আর টপ অর্ডার হোক, সেখানেই আমি খেলব।’

    খুলনার হয়ে আগের বারের মতো এবারও অধিনায়কই থাকছেন রিয়াদ। যদিও চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদও থাকছেন এবার। তবে রিয়াদ বিপিএলে গত দুই মৌসুমেই আভাস দিয়েছেন, সামনে থেকে পথ দেখানোর চাপটা ভালোই নিতে পারেন। খুলনাকে নিয়ে নিজের লক্ষ্যটাও জানিয়ে রাখলেন এবার, ফলাফলের চেয়ে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ দলের আবহ, শৃঙ্খলা। এসব যদি ঠিক থাকে তাহলে দলের ফলও ভালো হয়। আমি সব সময় বিশ্বাস করি, পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। চাপের মুখে আপনি দলকে কীভাবে সামলাছেন সেটা ঠিক রাখতে পারলে অনেক কিছুই করা সম্ভব।গত মৌসুম ভালো খেলেও আমি খুব খুশি পারিনি, শেষ পর্যন্ত আমরা শিরোপাটা পাইনি। আর বছর আমাদের দলটা আরও বেশি ব্যালান্স মনে হয়েছে। স্থানীয়রা ভালো করলে আমরা শেষ পর্যন্তও যেতে পারি।’

     

    মাশরাফি বিন মুর্তজার জায়গায় অধিনায়ক হিসেবে নতুন একজনকে ধীরে ধিরে প্রস্তুত করতে চান, জানিয়ে রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান? মাহমুদউল্লাহ কি নিজেকে সেখানে দেখেন? সেরকম কিছু মানলেন না, সেটা অনেক দূরের কথা, এখনো খেলছি। আমি শুধু দলের জন্য খেলতে চাই।এ ধরনের কিছু হলে সেটা পরে দেখা যাবে। আমি সব সময়ই প্রস্তুত থাকি, যখনই যে দায়িত্ব দেওয়া হয় চেষ্টা করি সেটা পালন করতে। বিপিএলে বোলিং ভালো হয়েছে সবাই বলছে, আমি চেষ্টা করি টিমের জন্য যে মুহূর্তে যে কাজটা করার দরকার হয় সেটার চেষ্টা করতে।’