পিএসজিতে দানি আলভেজ
যা কিছু ঘটছেঃ
পিএসজিতে দানি আলভেজ
ম্যানসিটিতে নয়, পিএসজিতেই পাড়ি জমালেন দানি আলভেজ। সাবেক বার্সেলোনা রাইট ব্যাককে নিজেদের দলে ভেড়াতে কোনো খরচ করতে হয়নি পিএসজিকে। জুভেন্টাসের সাথে চুক্তির ছিল এক বছরের জন্য। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মাসেই।
দানি আলভেজকে পাওয়ার দৌড়ে প্রথমে শোনা গিয়েছিল ম্যানচেস্টার সিটির নামই। গার্দিওলাও ভুগছিলেন রাইটব্যাক সঙ্কটে। সবকিছু মিলিয়ে আলভেজের ম্যানচেস্টার যাত্রাটাই বেশি সম্ভাব্য মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত পিএসজিকেই বেছে নিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। নতুন ক্লাবের সাথে দুই বছরের জন্য চুক্তি হয়েছে আলভেজের।
ডগলাস কস্তাকে পেল জুভেন্টাস
বায়ার্ন মিডফিল্ডার ডগলাস কস্তাকে অনেকদিন ধরেই চাইছিল জুভেন্টাস। হামেস রদ্রিগেজ বায়ার্নে যোগ দেয়ার পর পরিষ্কার হয়ে যায় কস্তার তুরিনে পাড়ি জমানোর রাস্তাও। গতকালই জুভেন্টাসের টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করা হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ধারে দলে নেয়ার খবর। চুক্তির মেয়াদ সম্পর্কে জানা না গেলেও, ধারের মেয়াদ শেষে চাইলেই কস্তাকে নিজেদের করে নেয়ার সুযোগ থাকছে জুভেন্টাসের।
সেভিয়া থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে লাস পালমাস!
সেভিয়ার ২৭ বছর বয়সী স্ট্রাইকার ভিতোলোকে কিনে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে নিষেধাজ্ঞা থাকায় এখনই ক্যালদেরনে খেলা হচ্ছে না ভিতোলোর। শীতকালীন দলবদলের মৌসুমে নতুন খেলোয়াড় নিবন্ধন করা সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠে যাবে অ্যাটলেটিকোর। সে পর্যন্ত লাস পালমাসে ধারে খেলবেন ভিতোলো।
ডোনারুমার সাথে থাকছেন তাঁর ভাইও!
জিয়ানলুইজি ডোনারুমার দলবদল নিয়ে কম গুজব রটেনি। মিলানের সাথে নতুন চুক্তিতে অস্বীকৃতি জানানো, তারপর নতুন দল খোঁজা। এরপর আবার ৩৬০ ডিগ্রি ঘুরে মিলানেই ফেরা। সবই ঘটেছে গত কয়েকদিনে। এরপর মিলানের সাথে নতুন চুক্তিটা স্বাক্ষর করেছেন গতকালই।
সাথে মিলান ভিড়িয়েছে আরেক ডোনারুমাকেও। জিয়ানলুইজির পর আন্তোনিও ডোনারুমা। ছোট ভাইয়ের মতো তিনিও গোলরক্ষক। এবার দুই ভাই মিলেই আগলে রাখবেন মিলানের গোলবার।
রিয়াল সোসিয়েদাদে ইয়ানুজাই
ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু থিয়েটার অফ ড্রিমসে স্বপ্ন সত্যি হয়ে ধরা দেয়নি আদনান ইয়ানুজাইয়ের কাছে। গত ছয় বছরে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা সময়ের বেশিরভাগটাই কেটেছে ধারে খেলে। এবার পাকাপাকিভাবেই বদলে ফেললেন দল। ২২ বছর বয়সী উইঙ্গারকে প্রায় ১২ মিলিয়ন ইউরোতে কিনে নিয়েছে রিয়াল সোসিয়েদাদ। গতবার লা লিগায় ছয় নম্বরে শেষ করা সোসিয়েদাদ খেলবে ইউরোপা লিগেও।