• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    এবারের বিপিএলেও থাকছেন না সেই জুপিটার-সানোয়ার

    এবারের বিপিএলেও থাকছেন না সেই জুপিটার-সানোয়ার    

    গত বিপিএলে তোলপাড়ই ফেলে দিয়েছিল ঘটনাটি। রংপুর রাইডার্সের খেলোয়াড় জুপিটার ঘোষ বোমা ফাটালেন, তাঁকে ম্যাচ ফিক্সিংয়ের অনৈতিক প্রস্তাব দিয়েছেন টিম ম্যানেজার সানোয়ার হোসেন। পরে অবশ্য জুপিটারের নিজের বিরুদ্ধেই টিম হোটেলে ‘অনৈতিক’ কার্যকলাপের অভিযোগ আনা হয়। গত আসরেই শেষ পর্যন্ত দুজন সাময়িক নিষিদ্ধ ছিলেন। এবার বিপিএলের গভর্নিং কাউন্সিলের মহাসচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, সেই নিষেধাজ্ঞা বলবৎ থাকছে এবারও।

    আজ সংবাদ সম্মেলনেই ইসমাইল হায়দার ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে একই সঙ্গে জানিয়েছেন, বিপিএলের বাইরে অন্য কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না, ‘জুপিটার ঘোষ প্লেয়ার লিস্টে নাম থাকবে না, ঢাকা গ্ল্যাডিয়েটরসের ফিক্সিংয়ের সময়ও সানাউর ভাইয়ের নাম এসেছিল। এই দুজন কোনোভাবেই কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। এটা শুধু বিপিএলে, অন্য কোনো টুর্নামেন্টে তারা চাইলে থাকতে পারেন।’

    জুপিটার ঘোষ অবশ্য তাঁর বিরুদ্ধে হোটেল রুমে অনৈতিক কাজের অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। তবে তাঁর ম্যাচ পাতানোর প্রস্তাবের অভিযোগ পরে আর প্রমাণ করা যায়নি। সেই হিসেবে সানোয়ার হোসেন নির্দোষই। কিন্তু ইসমাইল হায়দার জানিয়েছেন, ‘বিপিএলকে পুরোপুরি সন্দেহের আওতামুক্ত রাখতেই এই সিদ্ধান্ত, একটা ছিল শৃঙ্খলাগত কারণ, আরেকটা হচ্ছে ওদের দুজনকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে। জুপিটার ঘোষের ক্ষেত্রে আসলে শৃঙ্খলাগত ব্যাপারটা ছিল, সে সেটি ব্রেক করেছিল। অনৈতিক প্রস্তাবের ক্ষেত্রে আমরা কোনো সুপষ্ট প্রমাণ পাইনি। আর সানাউদ ভাই প্রথম বার ঢাকার ম্যানেজার ছিলেন, আমরা চাইনি কোনো বিতর্কিত লোক এখানে যুক্ত থাকুক।’