• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    মুশফিকের কাছে দুঃখ প্রকাশ করলেন আউয়াল

    মুশফিকের কাছে দুঃখ প্রকাশ করলেন আউয়াল    

    মাত্র কদিন আগেই মিরপুরে আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম। বরিশাল বুলসের অন্যতম কর্ণধার আবদুল আউয়ালের অভিযোগের জবাবে ধরা গলাতেই বলেছিলেন, জাতীয় অধিনায়ক হিসেবে আরেকটু বেশি সম্মান তাঁর প্রাপ্য। এরপর বিপিএল গভর্নং বডির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছিলেন, আউয়ালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। অবশেষে আজ আউয়াল ওই মন্তব্যের জন্য মুশফিকের কাছে দুঃখ প্রকাশ করলেন। পরে ইসমাইল হায়দারও জানিয়েছেন, মুশফিকের সঙ্গে আউয়ালের ভুল বোঝাবুঝি মিটে গেছে।

    কিছু দিন আগে এক সংবাদ সম্মেলনে আউয়াল মুশফিকের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সংশয় জানিয়েছেন দায়িত্ববোধ নিয়েও। পরে মুশফিক আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।  আউয়াল আজ তাঁর সেই বক্তব্যের ব্যাখ্যা দিলেন, ‘আমি নিজেও খেলোয়াড় ছিলাম। খেলোয়াড়দের আমিও ভালবাসি। যেহেতু যেদিন শুনলাম মুশফিক চলে যাবে, ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমার নিজের কাছে খারাপ লাগলো যে আমাকে না বলে চলে যাবে? তখন আমি ওই কথা বলেছিলাম। তবে ওকে কষ্ট দেয়া আমার লক্ষ্য ছিল না। বিষয়টি আমার কাছেও খারাপ লেগেছে। আমি দুঃখিত।’

    মল্লিকও পরে জানিয়েছেন, আউয়ালের কাছ থেকে চিঠির উত্তর পেয়েছেন, ‘একটা মন্তব্য নিয়ে দুই পক্ষের ভুল বোঝাবুঝি হয়েছিল। মুশফিকও কষ্ট পেয়েছিল। এটার ব্যাপারে আমরা গভর্নিং কাউন্সিল থেকে একটি চিঠি দিয়েছিলাম। আমাদের চিঠির মাধ্যমে উত্তরও দিয়েছে (আউয়াল)।’ ইসমাইল হায়দার জানিয়েছেন, দুই পক্ষের ‘ভুল বোঝাবুঝি’ এখন আর নেই, ‘ ইস্যুটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং মুশফিকের সাথেও বসেছি। এ ব্যাপারটাতে উনি পুরোপুরিভাবে দু:খিত। এটা সম্পুর্ণই ভুল বোঝাবুঝি। উনি আসলে কিছু না বুঝেই বলেছেন। মুশফিকও বিষয়টি স্পোর্টিংলি নিয়েছে। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিরা নিজের অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কথা বললে আর এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।’

    এই বিপিএলে বরিশাল ছেড়ে মুশফিক রাজশাহী কিংসে খেলবে বলেই শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি রাজশাহী।