• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    একজন স্টোকসকে 'মিস' করেন মুশফিক

    একজন স্টোকসকে 'মিস' করেন মুশফিক    

    সিদ্ধান্তটা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। বিপিএলে একজন করে বিদেশী খেলোয়াড় বাড়ানো হবে, সেই সিদ্ধান্তও চূড়ান্ত হয়ে গেছে সপ্তাহখানেক আগে। রাজশাহী কিংসের নতুন আইকন মুশফিকুর রহিম কথা বললেন  তার পক্ষেই। আক্ষেপ জানিয়ে গেলেন, বেন স্টোকসের মতো অলরাউন্ডার বা বিগ হিটাররা থাকলে হয়তো পরিস্থিতিটা অন্যরকমও হতে পারত।

    বরিশালের গত বারের অধিনায়ক মুশফিক এবার নাম লিখিয়েছেন রাজশাহীতে। নতুন দলে সতীর্থ হিসেবে  পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক ও ফরহাদ রেজাকে। এই তিন জনকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী। বিদেশীদের মধ্যে লুক রাইট, ম্যালকম ওয়ালার, লেন্ডল সিমন্স এবার নতুন করে নাম লিখিয়েছেন। আর মোহাম্মদ সামি, কেসরিক উইলিয়ামস, সামিত প্যাটেল ও জেমস ফ্রাঙ্কলিন গত বারের মতো থাকছেন এবারও। সামনে হয়তো যোগ করে পারেন আরও কেউ। তাঁদের মধ্যে খেলবেন পাঁচজনই।  বাকি ছয়টি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে দেশীদের। মুশফিক এই ব্যাপারটা দেখছেন ইতিবাচকভাবেই, 'পাঁচজন বিদেশী খেলোয়াড় আসছে, তার মানে আমাদের স্থানীয় খেলোয়াড় কমবে। এটা একটা দিক। আবার এখন কম্পিটিশন বাড়বে।  ডমেস্টিকে এই প্র্যাকটিস করতে পারলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক কিছু করতে পারে। এখানে এমন কোনো বিদেশী নেই যারা আসলে ফেলে দেওয়ার মতো। ভালো খেলোয়াড়েরাই বিপিএলে আসে।’

    কিন্তু বিদেশীদের সংখ্যা বাড়লে কি স্থানীয় খেলোয়াড়দের আসলেই লাভ হয়? বিপিএলে স্থানীয় খেলোয়াড়দের আরেকটু বেশি সুযোগ কি প্রাপ্য নয়? মুশফিকের কন্ঠে এরপর একটু আক্ষেপই শোনা গেল, ‘সত্যি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করলে, টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের ওরকম বিগ হিটার বা পিঞ্চ হিটার কেউ নেই, বেন স্টোকস বা এই ধরনের অলরাউন্ডের নেই। সেরইকম কেউ থাকলে আমাদের ফল আরও ভালো হবে। আমাদের যেরকম অভাব আছে, সেখানে হয়তো বিদেশীরা একটু ভালো হতে পারত। সেসব চিন্তা করেই হয়তো বিসিবি কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিজন শেষেই এটা পরিষ্কার হয়ে যাবে। আফিফ, মেহেদী মারুফরা অনেক ভালো খেলেছে, আবার অনেকে সেভাবে ভালো খেলতে পারিনি।’ মুশফিক আশা করছেন, এবার স্থানীয়রা আরও বেশি ভালো করলে সামনে হয়তো সিদ্ধান্তটা বদলেও যেতে পারে, ‘এটা এখন আসলে আমাদের উপলব্ধির ব্যাপার। হয়তো বা পরের বার কমিটি সিদ্ধান্ত নেবে আমাদের পাঁচজন দরকার নেই। চার জন এমনকি তিন জনও হতে পারে।’

    মুশফিক বিদেশী বাড়ানোর বিপক্ষে কিছু না বললেও রাজশাহী কিংসের অন্যতম পৃষ্ঠপোষক রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান সরাসরিই বলেছেন, রাজশাহী বিপিএলের কমিটিতে চারজন বিদেশী রাখার পক্ষেই রায় দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, চারটি দল পাঁচ জনের পক্ষে বলেছিল, আর তিনটি দল বলেছে চার জনের পক্ষে। সেখানে সংখ্যাগরিষ্ঠেরই জয় হয়েছে।