• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'ইউনাইটেড-চেলসির ফেরায় আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে চ্যাম্পিয়নস লিগ'

    'ইউনাইটেড-চেলসির ফেরায় আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে চ্যাম্পিয়নস লিগ'    

    গত মৌসুমে প্রিমিয়ার লিগ খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছে। লিগ চ্যাম্পিয়ন হয়ে চেলসি ও ইউরোপা লিগ জিতে  ম্যানচেস্টার ইউনাইটেড এবারের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে। বায়ার্ন মিউনিখ কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, চেলসি ও ইউনাইটেডের মতো ক্লাবের ফেরায় আরও বেশি জমজমাট হবে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই আসর।

     

    ইংলিশ ক্লাবগুলোর মাঝে শুধু লেস্টার সিটিই উঠেছিল কোয়ার্টার ফাইনালে। অ্যাটলেটিকো  মাদ্রিদের কাছে হেরে স্বপ্নযাত্রা শেষ হয় প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে আসা লেস্টারের। আনচেলত্তি বলছেন, বড় ইংলিশ ক্লাবগুলো টুর্নামেন্টে ফেরায় শক্ত লড়াই অপেক্ষা করছে সবার জন্য, “এবারের চ্যাম্পিয়নস লিগ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ইংল্যান্ডের কয়েকটি বড় ক্লাব আবারো ফিরে এসেছে। ইউনাইটেড, সিটি, চেলসি, টটেনহাম সবাই আসছে। এটা পুরো টুর্নামেন্টকেই জমিয়ে তুলবে গত কয়েক আসরের চেয়ে।”

     

     

    প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকা লিভারপুলকে অবশ্য বাছাইপর্ব খেলেই আসতে হবে। আনচেলত্তি ক্লপের দলকেও চ্যাম্পিয়নস লিগে দেখতে চান, “লিভারপুল আগের মৌসুমে দুর্দান্ত খেলেছে। শিরোপার জন্যই লড়েছে তারা। আশা করছি ক্লপ তাঁর দলকে বাছাইপর্ব পেরিয়ে মূল টুর্নামেন্টে নিয়ে আসবে। সবাই লিভারপুলকে এখানেই দেখতে চায়।”