• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রিয়াল মাদ্রিদের গ্রুপটাই মৃতুকূপ?

    রিয়াল মাদ্রিদের গ্রুপটাই মৃতুকূপ?    

    চ্যাম্পিয়নস লিগে ড্রতে একটা মৃত্যুকূপ থাকবেই। এবারের কোনটি, সেটা নিয়ে খুব সম্ভবত কেউ দ্বিমত করবেন না। রিয়াল মাদ্রিদ, ডর্টমুন্ডের সঙ্গে যখন টটেনহাম পড়বে, সেই গ্রুপকে তো মৃত্যুকূপ বলাই যায়। এই গ্রুপে চতুর্থ ক্লাব সাইপ্রাসের এপোয়েল নিকোসশিয়া। কঠিন গ্রুপে পড়েছে চেলসিও। ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গী অ্যাটলেটিকো মাদ্রিদ, রোমা এবং আজারবাইজানের ক্লাব কারাবাগ। গত মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ জুভেন্টাস ও বার্সেলোনার আবার দেখা হয়ে যাচ্ছে গ্রুপ পর্বে।  

     

    গ্রুপ এঃ বেনফিকা, ম্যানচেস্টার ইউনাইটেড, বাসেল, সিএসকেএ

    গ্রুপ বিঃ বায়ার্ন মিউনিখ, পিএসজি, অ্যান্ডারলেখট, সেল্টিক

    গ্রুপ সিঃ চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ, রোমা, কারাবাগ

    গ্রুপ ডিঃ জুভেন্টাস, বার্সেলোনা, অলিম্পিয়াকোস, স্পোর্টিং লিসবন

    গ্রুপ ইঃ স্পার্টাক মস্কো, সেভিয়া, লিভারপুল, মারিবোর

    গ্রুপ এফঃ শাখতার দোনেতস্ক, ম্যান সিটি ,নাপোলি , ফেইনুর্ড

    গ্রুপ জিঃ মোনাকো, পোর্তো, বেসিকতাস, লিপজিগ

    গ্রুপ এইচঃ রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, টটেনহাম, আপোয়েল নিকোসিয়া