ইউয়েফার বর্ষসেরা রোনালদো
ইউয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা শিরোপা। সবমিলিয়ে ৪৬ ম্যাচে করেছিলেন ৪২ গোল। বার্সেলোনার লিওনেল মেসি ও জুভেন্টাসের জিয়ানলুইজি বুফনকে পিছে ফেলে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার খেতাবটা জিতলেন রোনালদোই। এছাড়াও বর্ষসেরা ফরোয়ার্ডের পুরস্কারও গেছে পর্তুগিজ অধিনায়কের হাতেই।
রোনালদোর বর্ষসেরা হওয়াটা অবশ্য অনুমিতই ছিল। রিয়ালের চ্যাম্পিয়নস লিগ ধরে রাখার মিশনে রোনালদই ছিলেন সবচেয়ে বেশি উজ্জ্বল। ১৩ ম্যাচে করেছিলেন ১২ গোল, সাথে ৬ অ্যাসিস্ট! চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে হ্যাটট্রিকের পর জুভেন্টাসের বিপক্ষে ফাইনালেও সবটুকু আলো কেড়ে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। টানা পাঁচ মৌসুম হয়েছেন চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন ১০০ গোলের মাইলফলকও। লা লিগাও জয়েও ছিল তার বড় অবদান। লিগের শেষ চার ম্যাচে করেছিলেন ৬ গোল!
ইউয়েফা বর্ষসেরা খেতাব জিততে না পারলেও বুফন হয়েছেন বর্ষসেরা গোলরক্ষক। এই একটি বাদে বাকি সবগুলো বিভাগেই পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রাই। সেরা ডিফেন্ডার হয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস, মিডফিল্ডে লুকা মদ্রিচ। আর ইউয়েফা বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন নেদারল্যান্ডের লিয়েক্স মার্টেনস।