এবারও চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদের!
পরিসংখ্যান অতীত-বর্তমানের সাক্ষ্য দিলেও ভবিষ্যতের কথা বলে- এমনটা হয়তো মানতে চাইবেন না অনেকেই। তারপরও ভবিষ্যৎ অনুমানে অতীত-বর্তমানের অংক কষা ছাড়া গতি কি? অনিবার্য এই বাস্তবতা মেনে গাণিতিক হিসেবনিকেশেই চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নির্ধারণের চেষ্টা করেছে ফুটবল গবেষণার আন্তর্জাতিক সংস্থা সিআইইএস। আর তাতেই দেখা গেছে, এ যাত্রায় টানা দ্বিতীয় ও সব মিলিয়ে একাদশবারের মতো ইউরোপসেরার মুকুট যেতে পারে রিয়াল মাদ্রিদের ঘরে!
মূলত তিনটি পৃথক সূচকের ভিত্তিতে সম্ভাব্য শিরোপাজয়ী নির্ধারণ করা হয়েছেঃ খেলোয়াড়দের অভিজ্ঞতা, মূল একাদশের স্থিতিশীলতা ও খেলোয়াড় বিকিকিনিতে ব্যয়কৃত অর্থ। বিগত পাঁচবারের চ্যাম্পিয়নদের (২০১০ - ইন্টার মিলান, ২০১১ - বার্সেলোনা, ২০১২ - চেলসি, ২০১৩ - বায়ার্ন মিউনিখ, ২০১৪ - রিয়াল মাদ্রিদ) সাথে এসব সূচকে তুলনা করে সম্ভাবনার ক্রমে সাজানো হয়েছে এবারের দলগুলোকে।
অভিজ্ঞতার নিরিখে গত পাঁচবারের চ্যাম্পিয়ন দলগুলোর খেলোয়াড়দের খেলা মোট ম্যাচের গড় সংখ্যা ছিল ৮৬৫। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দলের মধ্যে কেবল তিনটির এমন অভিজ্ঞতাসম্পন্ন স্কোয়াড রয়েছে; বায়ার্ন মিউনিখ (৯৩২), রিয়াল মাদ্রিদ (৯১১) ও বার্সেলোনা (৮৬৪)। চতুর্থ স্থানে থাকা পিএসজির সংগ্রহ ৫৬৯।
স্বদেশের হয়ে খেলা আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বিচারে সবার উপরে রয়েছেন রিয়াল মাদ্রিদ (৩১২) ও বার্সেলোনার (৩১১) খেলোয়াড়েরা। তৃতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখে এই সংখ্যা ২৪৪। বিগত পাঁচ চ্যাম্পিয়নদের ক্ষেত্রে অংকটার গড় ২৯৩।
গত পাঁচ আসরের শিরোপাজয়ীদের মূল একাদশের গড় বয়স ছিল সাড়ে ৩ বছর। এই অংক ছাড়িয়ে যাওয়া দলও এবার কেবল বার্সেলোনা (৪.০০) ও রিয়াল মাদ্রিদ (৩.৮৩)। চতুর্থ আর পঞ্চম স্থানে রয়েছে বায়ার্ন (৩.৪১) ও জুভেন্টাস (৩.১৫)।
একাদশে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এবার সবচেয়ে হিসেবি রিয়াল মাদ্রিদ। তাঁদের ক্ষেত্রে অংকটা মাত্র ২.০৮। সাবেক চ্যাম্পিয়নদের পরিসংখ্যান বলে গড়ে ২.৬ জন নতুন খেলোয়াড় সুযোগ পেয়েছিল সেসব দলে।
খেলোয়াড় বিকিকিনিতেও এবারের আসরে সবার উপরে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমের আগে দলবদলে দলটির খরচ ৫৯০ মিলিয়ন ইউরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পিএসজি (৪৪৩ মিলিয়ন) ও বার্সেলোনা (৩৩৬ মিলিয়ন)। গত পাঁচবারের শিরোপাজয়ীদের এই খাতে গড় ব্যয় ৩০৭ মিলিয়ন ইউরো।
এক মৌসুম আগে দলবদলে মাত্র ৫৬ মিলিয়ন ইউরো খরচ করে ফাইনালে পৌঁছে যাওয়া ডর্টমুন্ডকে যদি ব্যতিক্রম বিবেচনা করা হয় তবে অর্থের প্রভাবটা যে উপেক্ষণীয় নয় তা বলাই বাহুল্য।
আর এই তিন শ্রেণীর সমন্বিত ফলাফল বলছে, এবার চ্যাম্পিয়নস লিগ জেতার সবচেয়ে বেশী ২৭ শতাংশ সম্ভাবনা রিয়াল মাদ্রিদের। ২২ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। বায়ার্ন ও পিএসজির সম্ভাবনা যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ।