• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ওবলাকই ঠেকিয়ে দিলেন রিয়ালকে

    ওবলাকই ঠেকিয়ে দিলেন রিয়ালকে    

    চ্যাম্পিয়নস লীগ –

    অ্যাতলেটিকো মাদ্রিদ ০ – ০ রিয়াল মাদ্রিদ:

    • এই মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকোর সাথে মোট সাত ম্যাচ খেলে একটিও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। এই সাত ম্যাচের মধ্যে আছে ৪টি হার, ৩টি ড্র। রিয়াল গোল করতে পেরেছে ৪টি আর রিয়ালের জালে বল জড়িয়েছে ১২ বার।

     

     

     

    • এই মৌসুমে ফর্ম ভালো যাচ্ছে না বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় গ্যারেথ বেলের। তার নিদর্শনই দেখালেন আজকের এই ম্যাচে। চতুর্থ মিনিটে গোলরক্ষক ইয়ান ওবলাককে একা পেয়েও হাতছাড়া করেন রিয়ালকে এগিয়ে দেবার সুযোগ। পুরো ম্যাচে তিনি কোন সুযোগ তৈরী করতে পারেননি, পারেননি একটিও ঠিক ক্রস করতে। এই ম্যাচে তার পাসিং অ্যাকুরেসি ছিলো মাত্র ৭৩%।

     

    • রিয়ালের মিডফিল্ড জুটি টনি ক্রুস আর লুকা মদ্রিচ মিলে পুরো ম্যাচে ৯৬% সঠিক পাস দেন। পুরো ম্যাচে তারা দুইজন নিয়ন্ত্রণে রাখেন সারা মিডফিল্ড।

     

    • চ্যাম্পিয়নস লীগে আজ অ্যাতলেটিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক মোট ৬টি সেভ করেন, যা ইউ.সি.এল. এ রিয়ালের বিপক্ষে যেকোন অ্যাতলেটিকো গোলরক্ষক মিলিয়ে সর্বোচ্চ।

     

    • এই ম্যাচ ড্র হবার ফলে দ্বিতীয় লেগে কিছুটা সুবিধা পাবে অ্যাতলেটিকো। যদি ২য় লেগে স্যান্তিয়াগো বার্নাব্যুতে গোলশূন্য ড্র না হয়ে অন্য যেকোন ফলাফলে ড্র হয় তবে অ্যাওয়ে গোলের নিয়ম অনুযায়ী পরের রাউন্ডে চলে যাবে অ্যাতলেটিকোই। কিন্তু রিয়াল নিজের মাঠে যে কতটা শক্ত প্রতিপক্ষ, তা অ্যাতলেটিকোর ভালোই জানা। তাই মজার এক ম্যাচের কামনা করতেই পারেন ফুটবল সমর্থকেরা।

     

     

     

     

     

     

    জুভেন্টাস ১ – ০ মোনাকো:

    • জুভেন্টাস তাদের শেষ ৮টি প্রতিযোগিতামূলক ম্যাচের ৭টিতেই কোন গোল হজম করেনি। এই মৌসুমে তাদের এই ডিফেন্সিভ দৃঢ়তা তাদের নিয়ে যেতে পারে বহুদূর।

     

    • টানা আট ম্যাচ পরে চ্যাম্পিয়নস লীগে গোল করলেন জুভেন্টাস মিডফিল্ডার আর্তুরো ভিদাল। ২০১৩ সালের নভেম্বর মাসের পর এই প্রথম চ্যাম্পিয়নস লীগে গোল করলেন তিনি।

     

    • যেকোন ফরাসি প্রতিপক্ষের বিরুদ্ধে কখনো না হারার রেকর্ড ধরে রাখলো জুভেন্টাস। ১২ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ১০টিতে আর বাকি দুই ম্যাচ হয়েছে ড্র।

     

    • এই মৌসুমে চ্যাম্পিয়নস লীগে এই পর্যন্ত সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ড রয়েছে মোনাকোর সাথে। তাদের নয় ম্যাচে তারা মোট ৫ বার নিজেদের জালে বল জড়াতে দিয়েছে। কিন্তু তাদের সমস্যা হচ্ছে নিজেরা গোল করার ক্ষেত্রে। মোনাকো এই মৌসুমের চ্যাম্পিয়নস লীগে তাদের নয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচেই কোন গোল করতে ব্যার্থ হয়েছে। এই ম্যাচে একটি গোল খেয়ে যাওয়ার ফলে পরের লেগে জিততে হলে গোল তাদের করতেই হবে।

     

    • ২য় রাউন্ডে আর্সেনালকে বিদায় করে দিয়ে সবাইকে চমকে দেয়া মোনাকোর কোয়ার্টার ফাইনাল উৎরানোর আশা শেষ হয়ে যায়নি। আর্সেনালের মাঠে গিয়ে তাদের ৩টি গোল দিয়ে আসা মোনাকো নিজেদের দিনে হারাতে পারে যে কাউকেই। কিন্তু জুভেন্টাসের শক্ত রক্ষণে চির ধরাতে বিশেষ কিছুই করে দেখাতে হবে মোনাকোকে।