'জুভেন্টাসের সামনে এবার অন্য বার্সেলোনা'
এই জুভেন্টাসের কাছে হেরেই গতবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। এবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বার্সেলোনার সাথে দেখা হয়ে যাচ্ছে বুফনদের। বার্সা কিপার টের স্টেগেন বলছেন, এবার বদলে যাওয়া বার্সেলোনার মুখোমুখি হবে জুভরা।
লিগের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয়। নতুন কোচ ভালভের্দের কৌশলের কল্যাণে গত মৌসুমের চেয়ে অনেকটাই আলাদা এই বার্সা, জানালেন স্টেগেন, “কোচের নতুন কৌশলের কারণে আমরা অনেকটাই বদলে গেছি। আমরা এখন খেলাটাকে একটু অন্যভাবে দেখি। দলও ঐভাবে নিজেদের তৈরি করছে। লিগের ম্যাচের ফলাফল এটাই বলছে যে, এই পদ্ধতি কাজে দিচ্ছে।”
আগেরবার দিবালা-বুফনের দারুণ পারফরম্যান্সেই হার মানতে হয়েছিল মেসিদের। এবারো এই দুজনকে আটকানোই হবে বার্সার প্রধান লক্ষ্য, জানালেন স্টেগেন, “জুভেন্টাসের প্রধান শক্তি হলো তাদের দলগত খেলা। বুফন পুরো দলের আদর্শ, এই বয়সেও তার পারফরম্যান্স দুর্দান্ত। তার কিপিং আমাদের ফরোয়ার্ডদের জন্য সমস্যা তৈরি করবে। দিবালাও দারুণ খেলছে। এই দুজনকে সামলাতে হবে আমাদের।”
গতবারের পরাজয়ের ‘প্রতিশোধের’ কথা না ভেবে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে চান স্টেগেন, “অতীতে যা হয়েছে সেটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমরা শুধু নিজেদের প্রমাণ করতে চাই। আমরা জানি কীভাবে ম্যাচ জিততে হয়, সেটাই করে দেখাবো।”