• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    এবারই পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান নেইমার

    এবারই পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান নেইমার    

    রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে এসেছেন। বার্সা ছাড়ার পর থেকেই নেইমার বলে আসছেন, পিএসজির হয়ে ‘বড় কিছু’ করে দেখাতে চান। নতুন ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নেইমার বলছেন, এই মৌসুমেই পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে চান।

    পিএসজির জার্সি গায়ে ফ্রেঞ্চ লিগের শুরু থেকেই ফর্মের তুঙ্গে আছেন। এবার সেই ফর্মটা ইউরোপের সবচেয়ে বড় আসরেও নিয়ে যেতে চান। ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জেতানোই তার লক্ষ্য, জানালেন নেইমার, “পিএসজিতে আসার অন্যতম প্রধান কারণ ছিল, আমি ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ইতিহাস গড়তে চাই। শুধু এই ট্রফিই যে জিততে চাই তা নয়, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিরোপা। আমার লক্ষ্য এই মৌসুমেই শিরোপাটা ঘরে তোলা। আমি বিশ্বাস করি পিএসজি এবারই এটা জিততে পারে।”

    নেইমার বলছেন, শুধু ইচ্ছে নয়, পিএসজির এই শিরোপা জেতার মতো অভিজ্ঞ দলও আছে, “আমাদের দল্টা যথেষ্ট অভিজ্ঞ।  দলের অনেকেই জানে এই শিরোপা জয়ের জন্য কী করতে হয়। আমি চ্যাম্পিয়নস লিগ জিতেছি, দানি আলভেস তিনবার এটা জিতেছে, থিয়াগো মোতা বার্সা ও ইন্টারের হয়ে জিতেছে, ডি মারিয়া রিয়ালের হয়ে জিতেছে। অভিজ্ঞতার তাই কোনো ঘাটতি হবে না।”

     

     

    ২২২ মিলিয়ন মূল্য তার। এটা কি নেইমারের ওপর কোনো প্রভাব ফেলেছে? নেইমার বলছেন, দলবদলের এই টাকা নিয়ে একেবারেই মাথা ঘামান না, “ট্রান্সফার ফি নিয়ে এত ভাবার কিছু নেই। ফুটবলারদের একটাই লক্ষ্য হওয়া উচিত, প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ নেওয়া ও সফল হওয়ার চেষ্টা করা। ট্রান্সফার ফি দুই ক্লাবের মাঝে চুক্তি, ফুটবলারদের তো শুধু খেলাতেই মনোযোগ দেওয়া উচিত।”

    আজ রাতে সেল্টিকের মাঠে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে পিএসজি।