• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগেঃ ইউরোপের সিংহাসনের লড়াই শুরু

    কিক অফের আগেঃ ইউরোপের সিংহাসনের লড়াই শুরু    

    লিওনেল মেসি এরই মাঝে পিয়ানো বাজিয়ে নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগকে স্বাগত জানিয়েছেন। তবে সঙ্গীতসুধা বেশিক্ষণ পান করার সুযোগ হয়নি তার। আজ রাতেই নেমে যেতে হচ্ছে মাঠের খেলায়। আজ-কাল মিলিয়ে গ্রুপ পর্বের সবগুলো দলই খেলে ফেলবে চ্যাম্পিয়নস লিগে তাদের প্রথম ম্যাচ।

    বার্সোকেই এখনও সেরা মনে করেন অ্যালেগ্রি

    কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে বিদায় করে দিয়ে পরের রাউন্ডে উঠেছিল ম্যাক্সিমিলিয়ানো অ্যালেগ্রির দল। গতবার যেখান থেকে শেষ হয়েছিল বার্সার চ্যাম্পিয়নস লিগ অভিযান, এবার সেখান থেকেই শুরু। ন্যু ক্যাম্পে বার্সা-জুভেন্টাসের লড়াইটাই এই সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ।

    দলবদলের বাজারে খেই হারালেও, জুভেন্টাস ম্যানেজার কিন্তু এখনও বার্সাকেই সেরা দল মনে করছেন। তার মতে রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনারও এবারের চ্যাম্পিয়নস লিগ জেতার সক্ষমতা আছে। নিজের দল জুভেন্টাসকে অবশ্য পিছিয়ে রাখছেন না। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই তো খেলতে নামে ইতালিয়ান জায়ান্টরা।



    তিন ইংলিশ ক্লাবের ‘পুরনো মিশন’
     
    বিরতির পর আবারও চ্যাম্পিয়নস লিগ ফুটবলে ফিরেছে চেলসি, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। তিন ক্লাবের ইউরোপিয়ান ফুটবলে ফেরার লড়াই ছিল তিনরকম। তবে মূল আসরের যাত্রাটা একই। লক্ষ্যও অভিন্ন। তবে, আপাতত পরের রাউন্ডেই চোখ তাদের।

    ম্যান ইউনাইটেড ম্যানেজার ঘরের মাঠে এফসি বাসেলের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য তেমন চিন্তিত নন। তবে গতবার ইউরোপা লিগে সার্জিও রোমেরোকে গোলবারের দায়িত্ব দিলেও, এবার ইউনাইটেডের হয়ে সেই দায়িত্ব পালন করবেন ডি গিয়াই। গতকাল নিজেই জানিয়েছেন এমনটা।

    অন্যদিকে চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে জোর দিচ্ছেন ‘স্কোয়াড রোটেশনের’র ওপর। ‘লিগে মাত্রই একটা কঠিন ম্যাচ খেলে এসেছি আমরা। আগামী ২১ দিনে খেলতে হবে সাতটি ম্যাচ। এটা আসলে স্বাভাবিক, দলে পরিবর্তন আনতেই হবে আপনাকে’।

    আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের অবশ্য প্রথম ম্যাচ থেকেই কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে। প্রতিপক্ষ সেভিয়া। এর আগে ইয়ুর্গেন ক্লপ চাইছেন ম্যান সিটির কাছে ৫-০ গোলে হারা ম্যাচের দুঃসহ স্মৃতি ভুলতে। তবে লিভারপুল  সমর্থকদের জন্য আশার কথাও শুনিয়েছেন তিনি। এই ম্যাচের আগে ফিলিপে কুতিনহোকে দলে নেয়ার ব্যাপারে শেষ মুহুর্ত পর্যন্ত ভাববেন বলেই জানিয়েছেন।

    চেলসি নয়, অ্যাটলেটিকোই বেশি কঠিন!

    গ্রুপ ‘সি’ এ রোমার সাথে আছে চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ, কার্বার্গ। গ্রুপের প্রথম ম্যাচেই ইতালিয়ান ক্লাবের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। রোমার স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি মনে করছেন এই গ্রুপের সবচেয়ে বড় বাধা অ্যাটলেটিকো মাদ্রিদই। চেলসিকে ভালো প্রতিপক্ষ মানলেও পরের রাউন্ডে যেতে হলে অ্যাটলেটিকোর ম্যাচ থেকে খালি হাতে ফিরতে চাইছেন না তিনি! চ্যাম্পিয়নস লিগে ডিয়েগো সিমিওনোর দলের গত কয়েক বছরের সাফল্যও কিন্তু মঞ্চির মন্তব্যে সায় দিচ্ছে!


     

    সেল্টিক দিয়ে শুরু পিএসজির গ্যালাকটিকো যুগের

    কাগজে কলমে চ্যাম্পিয়নস লিগে জেতার মতো দলই গড়েছে প্যারিস সেন্ট জার্মেই। নতুন যাত্রাটা শুরু হচ্ছে সেল্টিকের মাঠে। আর অ্যালিয়াঞ্জ অ্যারিনায় বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ অ্যান্ডারলেখট।  

     


                       আরও পড়ুনঃ এবারই পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান নেইমার




    ফিরছেন রোনালদো

    স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচের পর এখনও নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নামা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। লা লিগায় খেলতে মানা থাকলেও, ইউরোপিয়ান ফুটবলে থাকছে না সেই আজ্ঞা। তাই আগামীকাল অ্যাপোয়েল নিকোসিয়ার বিপক্ষে বার্নাব্যুতে রোনালদোর মাঠে নামাটা নিশ্চিতই।

    রোনালদো ফিরলেও, করিম বেঞ্জেমাকে দলে পাচ্ছেন না কোচ জিনেদিন জিদান। ধারনা করা হচ্ছে এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ফ্রেঞ্চ স্ট্রাইকারকে। তবে গত দুইবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদের একজন বেঞ্জেমার বদলি খুঁজে পেতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়!


     

    ১৫ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্দ 

    চ্যাম্পিয়নস লিগে সবশেষ ফেইনুর্দ কোন ম্যাচ জিতেছিল ১৬ বছর আগে! এরপর গত ১৫ বছর আর জায়গাই করে নিতে পারেনি ডাচ ক্লাবটি। গতবার এরডিভিসি জিতে ফেইনুর্দ ফিরেছে চ্যাম্পিয়নস লিগে। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।