• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'মেসির পায়ে বল গেলে কিছু একটা ঘটবেই!'

    'মেসির পায়ে বল গেলে কিছু একটা ঘটবেই!'    

    জিয়ানলুইজি বুফনের বিপক্ষে এতোদিন কোনো গোল ছিল না মেসির। এবারের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই ভাঙল সেই গোলখরা। মেসিময় ম্যাচে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বার্সেলোনা। বার্সা কোচ এর্নেস্তো ভালভের্দে বলছেন, তিনি জানতেন মেসির পায়ে বল গেলে কিছু একটা হবেই!

    লা লিগার প্রথম তিন ম্যাচেই দুর্দান্ত খেলেছেন। সেই ফর্মটা ধরে রেখেছেন জুভেন্টাসের বিপক্ষেও। বুফনের প্রতিরোধ ভেঙে দলকে এনে দিয়েছেন দারুণ এক জয়। ভালভের্দে তাই মেসির প্রশংসায় পঞ্চমুখ, “ম্যাচের শুরু থেকেই আমার মনে হচ্ছিল, মেসির পায়ে বল গেলে কিছু একটা হবেই! যেটাই হোক না কেনো, আমাদের জন্য ভালোই হবে সেটা। আপনি মেসিকে যে পজিশনেই খেলান সে গোল করবেই। পজিশন পরিবর্তনেও তার কৌশলের কোনো সমস্যা হয় না। উইং হোক কিংবা মধ্যমাঠ, সে বরাবরই সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখে।”

    ভালভের্দে বলছেন, ভাগ্যও মেসির সহায় হচ্ছে, “মেসি দারুণ কিছু গোল করেছে। এখন ভাগ্যও তার পক্ষে রয়েছে। সে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন। তাকে নিয়ে সবসময়ই কথা হবে। ভালো, মন্দ দুই ধরনের কথাই আসবে। কিন্তু সে আমার চোখে সেরা।”

     

     

    জুভেন্টাসের বিপক্ষে এই জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে বলেই বিশ্বাস ভালভের্দের, “এই জয়টা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা গতবারের ফাইনালিস্টদের বিপক্ষে খেলেছি। ভক্তরাও ধৈর্য ধরে ছিল প্রথম গোলের জন্য। তারা হাসিমুখেই বাড়ি ফিরেছে। লিগের প্রথম তিন ম্যাচে জিতেছি, এরপর এই জয়। এটা আমাদের আত্মবিশ্বাস অনেক গুণে বাড়িয়ে দেবে।”