• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বিপিএলে কোন দলে কারা

    বিপিএলে কোন দলে কারা    

    আজ হয়ে গেলো বিপিএলের ৫ম আসরের নিলাম। নিলামের আগেই অনেক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল দলগুলো। নিলামের শুরুতেই মুস্তাফিজকে কিনে নেয় রাজশাহী কিংস। এরপর একে একে বিক্রি হতে থাকেন দেশি-বিদেশী ক্রিকেটাররা। দেখে নেওয়া যাক নিলাম শেষে দলগুলোর অবস্থা। 

     

    রাজশাহী কিংস

    স্থানীয় খেলোয়াড়- মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, ফরহাদ রেজা, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজ্জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাইম ইসলাম জুনিয়র, কাজি অনিক

    বিদেশী খেলোয়াড়- লুক রাইট ( ইংল্যান্ড), কেসরিক উইলিয়ামস ( ওয়েস্ট ইন্ডিজ), লেন্ডেল সিমন্স( ওয়েস্ট ইন্ডিজ), ড্যারেন স্যামি( ওয়েস্ট ইন্ডিজ), ম্যালকম ওয়ালার (জিম্বাবুয়ে) সামিত প্যাটেল (ইংল্যান্ড), মোহাম্মদ সামি(পাকিস্তান) ,জেমস ফ্র্যাঙ্কলিন (নিউজিল্যান্ড), উসামা মির (পাকিস্তান), রাজা আলী( পাকিস্তান)  


    চিটগং ভাইকিংস-

    স্থানীয় খেলোয়াড়- সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম , আল আমিন, আলাউদ্দিন বাবু,  তানবির হায়দার, ইরফান শুক্কুর, নাইম হাসান, ইয়াসির আরাফাত।  

    বিদেশী খেলোয়াড়- লুক রঙ্কি( নিউজিল্যান্ড), লিয়াম ডসন( ইংল্যান্ড), জিভান মেন্ডিস (শ্রীলংকা), জারমেইন ব্ল্যাকউড( ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা( জিম্বাবুয়ে), দিলশান মুনাওয়েরা(শ্রীলংকা) , নাজিবুল্লাহ জারদান (আফগানিস্তান), লুইস রিস(ইংল্যান্ড)

     

    কুমিল্লা ভিক্টোরিয়ানস-

    স্থানীয় খেলোয়াড়- তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাশ, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদি হাসান, মেহেদি হাসান রানা, এনামুল হক, রাকিবুল হাসান।

    বিদেশী খেলোয়াড়- শোয়েব মালিক( পাকিস্তান), হাসান আলী ( পাকিস্তান), ফাহিম আশরাফ( পাকিস্তান), ইমরান খান(পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড), কলিন মুনরো( নিউজিল্যান্ড), মারলন স্যামুয়েলস(ওয়েস্ট ইন্ডিজ), ড্যারেন ব্রাভো(ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ নবি (আফগানিস্তান), রশিদ খান (আফগানিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলংকা) , সলোমন মির(জিম্বাবুয়ে), রুম্মান রাইস ( পাকিস্তান)

     

    ঢাকা ডায়নামাইটস-

    স্থানীয় খেলোয়াড়- সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মারুফ, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলায়েন সজিব, খালেদ আহেমদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম।

    বিদেশী খেলোয়াড়- কুমার সাঙ্গাকারা(শ্রীলংকা), শেন ওয়াটসন(অস্ট্রেলিয়া) ,শহীদ আফ্রিদি(পাকিস্তান), মোহাম্মদ আমির (পাকিস্তান), শাহিন শাহ আফ্রিদি(পাকিস্তান), রোভম্যান পাওয়েল(ওয়েস্ট ইন্ডিজ), রন্সফোর্ড ব্যাটন(ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারাইন( (ওয়েস্ট ইন্ডিজ), কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), গ্রায়েম ক্রেমার( জিম্বাবুয়ে), ক্যামেরন ডেলপোর্ট(ওয়েস্ট ইন্ডিজ), জো ডেনলি(ইংল্যান্ড), আকিল হোসেন(ওয়েস্ট ইন্ডিজ)

     

    খুলনা টাইটানস-

    স্থানীয় খেলোয়াড়- মাহমুদউল্লাহ রিয়াদ, মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী, আফিফ হোসেন, ইয়ারিস আলী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, মোহাম্মদ সাইফ।   

    বিদেশী খেলোয়াড়- জুনাইদ খান(পাকিস্তান), সরফরাজ আহমেদ (পাকিস্তান), সাদাব খান (পাকিস্তান), বেনি হাওয়েল ( ইংল্যান্ড), কার্লোস ব্রাফেট(ওয়েস্ট ইন্ডিজ), চ্যাডউইক ওয়ালটন( ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস লিন ( অস্ট্রেলিয়া), ডেভিড মালান(ইংল্যান্ড), কাইল অ্যাবোট (দক্ষিণ আফ্রিকা), রাইলি রুসো( দক্ষিণ আফ্রিকা), সেকুগা প্রসন্ন(শ্রীলংকা) , সেহান জয়সুরিয়া (শ্রীলংকা), জেফরি আরচার ( ইংল্যান্ড)  


     

    রংপুর রাইডার্স-

    স্থানীয় খেলোয়াড়- মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন, সোহাগ গাজি, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, মোহাম্মদ ইলিয়াস, নাহিদুল ইসলাম।  

     

    বিদেশী খেলোয়াড়- রবি বোপারা(ইংল্যান্ড), ডেভিড উইলি (ইংল্যান্ড),  অ্যাডাম লিথ(ইংল্যান্ড), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), স্যামুয়েল বদ্রি(ওয়েস্ট ইন্ডিজ) , থিসারা পেরেরা (শ্রীলংকা), কুশাল পেরেরা (শ্রীলংকা) ,স্যাম হেইন(ইংল্যান্ড), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), জহির খান(আফগানিস্তান)  

     

    সিলেট সিক্সার্স-

    স্থানীয় খেলোয়াড়- সাব্বির হোসেন, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান , আবু হোসেন রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন, মোহাম্মদ শরিফুল্লাহ,

     

    বিদেশী খেলোয়াড় - রস হুইটলি (ইংল্যান্ড), লিয়াম প্ল্যানকেট (ইংল্যান্ড), দাসুন শানাকা(শ্রীলংকা), ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলংকা) , উসমান খান (পাকিস্তান), বাবর আজম(পাকিস্তান), আন্দ্রে ম্যাকারথি(ওয়েস্ট ইন্ডিজ) ,আন্দ্রে ফ্লেচার(ওয়েস্ট ইন্ডিজ), ক্রিসমার সান্টোকি (ওয়েস্ট ইন্ডিজ), ডেভি জ্যাকবস(দক্ষিণ আফ্রিকা) , চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলংকা), গুলাম মুদাসসার খান(পাকিস্তান)