বায়ার্ন-পিএসজির অগ্নিপরীক্ষা
পেপ গার্দিওলা বারবার বলছেন, আজ পোর্তোর সঙ্গে ম্যাচটা বায়ার্ন মিউনিখের কাছে "ফাইনাল"। চ্যাম্পিয়নস লিগের আজ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ, ম্যাচটা ফাইনাল হয় কীভাবে? বায়ার্ন এখন যে সমীকরণের সামনে দাঁড়িয়ে, তাতে অবস্থাটা আসলে সেরকমই। আগের ম্যাচে পোর্তোর সঙ্গে হেরে এসেছিল ৩-১ গোলে, আজ অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে। ইতিহাসও নেই তাঁদের পক্ষে, এর আগে চারবার উয়েফার প্রতিযোগিতায় দুই গোলে পিছিয়ে পড়ে একবারও ব্যবধান ঘোচাতে পারেনি বায়ার্ন। তাঁর ওপর চোটের জন্য আজ খেলতে পারবেন না রোবেন, মার্টিনেজ, রিবেরিরা। সংশয় আছে শোয়েনস্টাইগার, লামকে নিয়ে। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আজ গার্দিওলা ভীষণ চাপে আছেন।
অথচ চাপটা বেশি থাকার আসলে লঁরা ব্লাঁর ওপর। বায়ার্নের মতো পিএসজিও প্রথম লেগে পিছিয়ে পড়েছিল ৩-১ গোলে, পার্থক্য হচ্ছে সেটা ছিল নিজেদের মাঠে। আজ ন্যু ক্যাম্পে গিয়ে সেই ব্যবধান ঘোচাতে পারার সম্ভাবনা খুব কমই। তার ওপর উয়েফার প্রতিযোগিতায় নিজেদের মাঠে সর্বশেষ ৩১ ম্যাচের মাত্র একটিতে হেরেছে বার্সেলোনা। আজ অবশ্য পিএসজি ফিরে পাচ্ছে ইব্রাহিমোভিচ ও মার্কো ভেরাত্তিকে। খেলার কথা আগের ম্যাচে চোট পাওয়া অধিনায়ক থিয়াগো সিলভারও। বার্সেলোনায় নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন দানি আলভেজ।
গার্দিওলা অবশ্য আরেক দিক দিয়েও চাপে আছেন। চোট সমস্যার জন্য বায়ার্ন কোচ নাকি দায়ী করেছিলেন দলের চিকিৎসক দলকে। সেই দায় মাথায় নিয়ে সরে গেছেন বায়ার্নের সঙ্গে ৪০ বছর ধরে জড়িত মূল চিকিৎসক। সব মিলে একটা অস্থিরতার বিষবাষ্প ভর করেছে অ্যালিয়াঞ্জ অ্যারেনায়।