৪৫ বছর বয়সে মাঠে ফিরলেন নেদভেদ
প্রায় ৮ বছর পর আবারও ফুটবলে ফিরছেন পাভেল নেদভেদ। খবরটা চোখ কপালে তোলার মতোই। ৩৭ বছর বয়সে ফুটবলকে বিদায় বলেছিলেন। এরপর থেকেই দায়িত্ব পালন করছেন জুভেন্টাসের সহ-সভাপতি হিসেবে। ফুটবল নিয়ে থাকলেও মাঠে খেলার নেশাটা বোধ হয় ছাড়তে পারেননি এতোদিনেও। তাই ৪৫ বছর বয়সে এসেও নতুন চুক্তি করেছেন নিজের পুরনো ক্লাবের সাথে।
আসলে নিজের আঁতুড় ঘরেই ফিরেছেন নেদভেদ। ৫ বছর বয়সে নিজের শহরের ক্লাব এফকে স্কালনার হয়েই ফুটবলে হাতেখড়ি হয়েছিল তার। এরপর আট বছর খেলেছেন সেখানেই। অপেশাদার ক্লাব বলেই জুভেন্টাসের সহ-সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি খেলাও চালিয়ে যেতে পারবেন নেদভেদ। জুভেন্টাস কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সংকেত মেলার পরই গতকাল ফেসবুকে এই খবর নিশ্চিত করেছে স্কালনা।
চেক প্রজাতন্ত্রের এই মিডফিল্ডার ব্যালন ডি'অর জিতেছিলেন ২০০৩ সালে। জুভেন্টাস আর লাতসিওর হয়ে জিতেছেন সম্ভাব্য প্রায় সব শিরোপাই। তবে এবার পুরনো ক্লাবের হয়ে নতুন একটা রেকর্ডও করে বসতে পারেন তিনি। এফকে স্কালনাতেই খেলেন নেদভেদ পুত্র পাভেল জুনিয়রও। পিতা-পুত্রকে একই সাথে মাঠে দেখাটা তাই এখন সময়ের ব্যাপারই।