• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'আকর্ষণ হারিয়েছে চ্যাম্পিয়নস লিগ'

    'আকর্ষণ হারিয়েছে চ্যাম্পিয়নস লিগ'    

     

    দীর্ঘ ১৯ বছর পর চ্যাম্পিয়নস লিগে নেই তাঁর ক্লাব। এই মৌসুমে ইউরোপা লিগ খেলেই সন্তুষ্ট থাকতে হচ্ছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনালকে। এবার ওয়েঙ্গার বললেন, চ্যাম্পিয়নস লিগ নাকি আগের মতো দর্শক টানতে পারছে না।

    চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলো এখন শুধুই ‘নিয়মরক্ষার’ ম্যাচ হয়ে গেছে বলেই মানছেন ওয়েঙ্গার, “আমার মনে হয় না গ্রুপ পর্বে দেখার মতো ম্যাচ খুব বেশি একটা হয়। দুই একটা ম্যাচ হয়তো আপনি দেখতে পারেন আগ্রহ নিয়ে। দর্শকের দিকেই তাকান, চ্যাম্পিয়নস লিগ কিন্তু অনেকটাই আকর্ষণ হারিয়ে ফেলেছে।”

    জরিপ বলছে, ওয়েঙ্গারের এই দাবি কিন্তু একেবারে অমূলক নয়। ইংল্যান্ডের টিভি চ্যানেলগুলো গবেষণা করে দেখেছে, অতীতের চেয়ে চ্যাম্পিয়নস লিগের দর্শকের সংখ্যা অনেক কমেছে। এমনকি ইংলিশ ক্লাবের ম্যাচেও আগের মতো খুব একটা আগ্রহ পাচ্ছেন না ব্রিটিশ সমর্থকরা।

    ওয়েঙ্গার অবশ্য চ্যাম্পিয়নস লিগকে ‘মিস’ করছে ভালোভাবেই, “আমি চ্যাম্পিয়নস লিগে প্রায় ২০০ ম্যাচে আর্সেনালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছি। ইউরোপের সেরা টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে আবারও এই ইভেন্টে ফিরতে চাই।”