কিক অফের আগেঃ ডর্টমুন্ড গেরো কাটাবে রিয়াল?
চ্যাম্পিয়নস লিগের আরেকটি রোমাঞ্চকর সপ্তাহ এসে গেল বলে। লা লিগায় ধুঁকতে থাকা রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। কাভানি-নেইমার ‘বিচ্ছেদে’ অস্বস্তিতে থাকা প্যারিস সেন্ট-জার্মেইন মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের। আর নিজেদের নতুন স্টেডিয়াম ওয়ান্ডা মেট্রোপলিটানোতে চেলসিকে আতিথেয়তা দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
রিয়ালকেই ‘ফেভারিট’ মানছেন পিটার বোসঃ
দল ফর্মে নেই, তার ওপর ইঞ্জুরিতে পড়ে মাঠের বাইরে দলের একাধিক তারকা। সব মিলিয়ে খুব একটা স্বস্তিতে নেই শেষ দুবারের ইউসিএল চ্যাম্পিয়ন রিয়াল। ওদিকে প্রথম ম্যাচে স্পার্সের কাছে হারলেও বুন্দেসলিগায় শীর্ষস্থানে আছে ডর্টমুন্ড। সেই সাথে শেষ পাঁচ দেখায় রিয়ালের কাছে মাত্র একবার হেরেছেন রয়েসরা। কিন্তু এতকিছুর পরও নিজেদের নয়, বরং প্রতিপক্ষকেই ‘ফেভারিট’ মানছেন ডর্টমুন্ডের কোচ পিটার বোস। সংবাদ সম্মেলনে বলেছেন, “রিয়াল মাদ্রিদ গত দুবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। যেকোনো পরিস্থিতিতেই তারা খাপ খাইয়ে নিতে পারে। তাদের খেলা আমি দারুণ উপভোগ করি। আমার মতে, ইউরোপের সেরা দল তারাই”। অবশ্য ইঞ্জুরি সমস্যা আছে ডর্টমুন্ডেরও। রাফায়েল গুরেরো, আন্দ্রে শুর্লে, মার্সেল স্মেলজাররা মিস করবেন ম্যাচটি।
ওদিকে মৌসুমের শুরুতেই কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও দলের ওপর আস্থা হারাচ্ছেন না জিদান। গত মৌসুমেও গ্রুপপর্বেই দেখা হয়েছিল দু দলেরই। জিততে পারেনি কেউই, ২-২ গোলে ড্র হয়েছিল উভয় ম্যাচই।
‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে অ্যাপোয়েল নিকোসিয়ার মুখোমুখি হবে প্রথম ম্যাচে ডর্টমুন্ডকে হারানো টটেনহাম হটস্পার্স।
আবারও একসাথে নেইমার-কাভানিঃ
সপ্তাহখানেক আগে ফ্রেঞ্চ লিগে লিওঁর বিপক্ষে তাদের পেনাল্টি নিয়ে কাড়াকাড়ির ঘটনা এখনো তাজা। মঁপেলিয়েরের সাথে নেইমারকে ছাড়া প্রথমবার মাঠে নেমেই হোঁচট খেয়েছে পিএসজি। ঐ ঘটনার পর আজ প্রথমবার একসাথে মাঠে নামছেন নেইমার এবং কাভানি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের মূল দুই তারকার মধ্যে কোনো সমস্যা নেই- এমনটা বলেই বিষয়টি সাবধানে এড়িয়ে গেছেন কোচ উনাই এমেরি।
বুন্দেসলিগায় উলভসবার্গের সাথে আলিয়াঞ্জ অ্যারেনায় ড্রয়ের পর সমর্থকদের সমালোচনার সম্মুখীন হয়েছিলেন কোচ কার্লো আঞ্চেলত্তি। আজ পার্ক দে ফ্রান্স নিশ্চয় জয় দিয়েই নিন্দুকদের মুখে এঁটে দিতে চাইবেন এই ইতালীয়ান। পায়ের ইঞ্জুরিতে পড়ায় এই বছর আর খেলতে পারবেন না মানুয়েল নয়্যার। তার জায়গা নিতে অবসর ভেঙ্গে বায়ার্নের দলে ফিরেছেন টম স্টার্ক।
‘বি’ গ্রুপের অন্য ম্যাচে আন্ডারলেখটের বিপক্ষে মাঠে নামবে সেল্টিক।
কস্তা এখন অ্যাটলেটিকোরঃ
গুঞ্জনটা ডালপালা ছড়াচ্ছিল বেশ ক’মাস ধরেই। শেষমেশ চেলসি ছেড়ে গত সপ্তাহে সাবেক ক্লাব অ্যাটলেটিকোতে যোগ দিয়েছেন কস্তা। সিমিওনের দলের ট্রান্সফার নিষেধাজ্ঞার কারণে জানুয়ারি পর্যন্ত খেলতে পারবেন না কস্তা। চেলসির বিপক্ষে তাই আজ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে হাজার ষাটেক অ্যাটলেটিকো সমর্থকদের সাথে গলা ফাটাবেন এই স্ট্রাইকার। পাদপ্রদীপের আলোর প্রায় পুরোটাই কস্তার ওপর থাকলেও চেলসির বিপক্ষে ম্যাচের দিকেই মনোযোগ সিমিওনের।
ওদিকে আলভারো মোরাতায় সওয়ার হয়ে উড়তে থাকা চেলসিও চাইবে অ্যাটলেটিকোর নতুন মাঠে প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচে জয় ছিনিয়ে আনতে। ক্লাব পরিবর্তন করলেও রিয়ালকে ভুলে যাননি মোরাতা। একসময়ের ‘শত্রু’দের বিপক্ষে লক্ষ্যভেদ করে চেলসির জয়ে ভূমিকা রাখার চেয়ে মধুর আর কিইবা হতে পারে এই স্ট্রাইকারের জন্য!
‘সি’ গ্রুপের অন্য ম্যাচে কারাবাগের মুখোমুখি হবে রোমা।
বার্সাকে ঠেকাবে কে?:
নতুন মৌসুমের শুরু থেকেই দুরন্ত ফর্মে আছে বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে জুভেন্টাসকে নিয়ে রীতিমত ছেলেখেলাই করেছিলেন মেসিরা। আজ বার্সাকে ঠেকানোর মিশন নিয়ে মাঠে নামছে স্পোর্টিং লিসবন। মেসি, সুয়ারেজদের আটকানোর দায়িত্বটা পড়বে সাবেক বার্সা খেলোয়াড় জেরেমি ম্যাথিউর কাঁধেই। সাবেক ক্লাবের বিপক্ষে গোল পেলে উদযাপন করবেন- রীতিমত ঘোষণাই দিয়ে রেখেছেন ম্যাথিউ। অবশ্য তার কাছ থেকে গোলের চেয়ে হয়তো মেসিদের জাল খুঁজে পাওয়া ঠেকানোটাই বেশি প্রত্যাশা থাকবে কোচ হোর্হে হেসুসের।
বার্সার কাছে প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে জুভেন্টাস।
পিছিয়ে পড়লো কেবল লিভারপুলইঃ
প্রথম সপ্তাহের ম্যাচগুলোতে চেলসি, স্পার্স, ম্যানচেস্টার সিটি এবং ম্যানিচেস্টার ইউনাইটেড জয় পেলেও নিজেদের মাঠে সেভিয়ার সাথে ড্র করেছিল লিভারপুল। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাশিয়ার চ্যাম্পিয়ন স্পার্টাক মস্কোর মুখোমুখি হবে ইয়ুর্গেন ক্লপের দল। শেষ ষোলোতে যাওয়ার পথ সুগম করতে আজ জয়ের বিকল্প নেই ‘অল রেড’দের সামনে। লিভারপুলকে রুখে দেওয়া সেভিয়ার প্রতিপক্ষ স্লোভেনিয়ার চ্যাম্পিয়ন মারিবোর।
ইতিহাদে শাখতারের বিপক্ষে খেলবে সিটি। ‘চিরশত্রু’ লিভারপুলের মত ইউনাইটেডের গন্তব্যও রাশিয়া। সিএসকেএ মস্কোর মুখোমুখি হবে মরিনহোর দল।
এছাড়া রাতের অন্যান্য খেলায় নিজেদের বেসিকতাসের মুখোমুখি হবে ইউসিএল-এ অভিষিক্ত আরবি লাইপজিক। ‘জি’ গ্রুপের অন্য ম্যাচে ২০০৪ ইউসিএল ফাইনালের ‘রিপ্লে’-তে মুখোমুখি হবে পোর্তো এবং মোনাকো। শাখতারের কাছে বিস্ময়কর হারের পর দ্বিতীয় ম্যাচে নাপোলির প্রতিপক্ষ ১৫ বছর পর ইউসিএল খেলতে আসা ফেইনুর্দ।