'প্রতি ম্যাচেই নিজেকে প্রমাণ করতে হচ্ছে'
নিষেধাজ্ঞা কাটিয়ে লা লিগায় ফিরলেও 'স্বরূপে' ফেরা হয়নি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাই রোনালদোর দিকেই বিশেষ নজর ছিল সবার। রিয়ালের হয়ে নিজের ৪০০তম ম্যাচে ডর্টমুন্ডের বিপক্ষে জোড়া গোল করেই দলকে জয় এনে দিয়েছেন রোনালদো। ম্যাচ শেষে রোনালদো বলেছেন, প্রতি ম্যাচেই সমালোচকদের মুখ বন্ধ করার জন্য নিজেকে প্রমাণ করতে হয় তার।
এই মৌসুমে সময়টা একদমই ভালো যাচ্ছে না রোনালদোর। নিন্দুকের কথায় কান না দিলেও খানিকটা বিরক্ত সিআর সেভেন, “মনে হচ্ছে প্রতি ম্যাচেই আমাকে প্রমাণ করতে হবে আমি কে! আমার রেকর্ডই কথা বলে। মানুষ আমাকে নিয়ে কী ভাবছে এটা শুনে মাঝে মাঝে অবাক হই। সমালোচনা দিন দিন বেড়েই যাচ্ছে। আমি খুবই পেশাদার একজন ফুটবলার। সবসময় ঠাণ্ডা মাথাতেই ভাবি এসব বিষয়।”
ডর্টমুন্ডের মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের ‘অনুপ্রেরণা’ দিয়েছিলেন বলেই জানান রোনালদো, “ম্যাচের আগে আমরা নিজেদের মাঝে কথা বলেছি। জয়টা কত গুরুত্বপূর্ণ সেটা নিয়েও আলোচনা হয়েছে। কোচ যেভাবে বলেছে সেভাবেই খেলেছি। দারুণ পারফর্ম করেছে দলের সবাই। ম্যাচটা সহজ ছিল না, গোল পাওয়াও কঠিন হয়ে যাচ্ছিল।”