'বার্সেলোনায় আমার সাথে অন্যায় করা হয়েছে'
ন্যু ক্যাম্পে কাটিয়েছেন তিন বছর। এই মৌসুমেই বার্সেলোনা ছেড়ে স্পোর্টিং লিসবনে যোগ দিয়েছেন ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সাবেক ক্লাবের মুখোমুখি হচ্ছেন। ম্যাচের আগে এক সাক্ষাৎকারে ম্যাথিউ বলছেন, বার্সেলোনায় তার সাথে অনেক ‘অন্যায়’ করা হয়েছে।
বার্সার হয়ে শেষ মৌসুমে খুব বেশি ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি। বোর্ডের সাথেও সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছিল না শেষের দিকে। ম্যাথিউ জানালেন, বার্সেলোনার প্রেসিডেন্টের ওপর চরম বিরক্ত তিনি, “বার্সা সতীর্থদের আমি অনেক সম্মান করি। ভক্তদের প্রতিও যথেষ্ট শ্রদ্ধাশীল। যদি আমি বার্সেলোনার বিপক্ষে গোল করি এবং সেটার উদযাপন করি, তাহলে শুধুমাত্র তাদের প্রেসিডেন্ট ও টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজের জন্যই করব। তাঁরা আমার সাথে মোটেই ভালো ব্যবহার করেনি।”
আগের মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে সেই পরাজয়ের পর অকারণেই তাকে দোষারোপ করা হয়েছিল বলে জানান ম্যাথিউ, “স্পেনের সংবাদমাধ্যমের প্রতি আমার রাগ নেই, 'স্পোর্টস' পত্রিকা ছাড়া। তাঁরা সবসময়ই আমার বিরুদ্ধে বলত। কিন্তু এটাই হয়তো ফুটবল। আর এটা দলগত খেলা, পরাজয়ের জন্য একজনকে দোষারোপ করা ঠিক না। আমার মনে আছে, জুভেন্টাসের বিপক্ষে পরাজয়ের পর আমাকেই দোষ দেওয়া হচ্ছিল। এটা ঠিক যে একটা গোলের সময় আমি বল আটকাতে পারিনি। মাসচেরানো কিংবা পিকেও যে পারেনি সেটা কিন্তু বলা হয়নি!”
লিসবনে এসে বার্সেলোনার চেয়ে অনেক ‘সুখেই’ আছেন বলে জানালেন ম্যাথিউ, “বার্সেলোনার থেকে এখানে সুখে আছি। লিসবন অনেকটাই পরিবারের মতো। এখানে প্রথম দিন থেকেই অনেক বেশি মানিয়ে নিতে পেরেছি। বার্সেলোনাতে প্রথম দুই বছর ভালো কেটেছে, অনেক ম্যাচ খেলেছি, গুরুত্বপূর্ণ গোল করে ম্যাচ জিতিয়েছি। শেষ বছরটা খারাপ কেটেছে, এটাই জীবন। তবে সেখানে বিশ্বের সেরা কিছু ফুটবলারের সাথে খেলতে পেরে আমি গর্বিত।”