'দিনশেষে জয়টাই সবকিছু'
মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলা বার্সেলোনাকে কাল কিছুটা হলেও ‘বর্ণহীন’ লেগেছে। স্পোর্টিং লিসবনের সাথে ১-০ গোলের ঘাম ঝরানো জয়ে অবশ্য স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে মেসিরা। টানা ৮ ম্যাচ জয়ের পর বার্সা কোচ ভালভের্দে বলছেন, অন্যদের কাছে ম্যাচটা ‘ম্যাড়ম্যাড়ে’ মনে হলেও তার কাছে জয়টাই আসল।
ভালভের্দে মনে করেন, ফুটবলে দিনশেষে জয় নিয়ে মাঠ ছাড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ, “সবার নিজ নিজ মতামত দেওয়ার স্বাধীনতা আছে। আমি তো এখানে ‘বোরিং’ এর কিছুই খুঁজে পাই না! আর বিশেষ করে যখন ম্যাচ জিতি তখন তো এরকম কিছু বোধ করার প্রশ্নই আসে না। অনেক সময় আপনি অনেকগুলো গোল করে জিতবেন। অনেক সময় আজকের মতো কষ্ট করে জিততে হবে। এটাই তো ফুটবল।”
স্পোর্টিং লিসবনকে কৃতিত্ব দিতে একটুও ভোলেননি ভালভের্দে , “আমরা জানতাম কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ কঠিন হবে। লিসবনের পাল্টা আক্রমণে আমাদের রক্ষণভাগ বেশ কয়েকবার বিপদে পড়েছিল। তাঁরা দুর্দান্ত খেলেছে, তাদের গতিও অসাধারণ ছিল। আমরা বারবার বল হারিয়েছি, তাঁরা এটার সুযোগ নিয়েছে। যদিও আমরা ম্যাচ আরও আগেই শেষ করে দিতে পারতাম গোল করে, সুযোগ মিসের জন্য সেটা হয়নি। এটাই চ্যাম্পিয়নস লিগ, এখানে সহজ ম্যাচ বলে কিছু নেই।”